রিসাইক্লিং-এ ব্যবহৃত হবে স্মার্ট বিন

Marrickville Public School students get to know the new smart recycling bin (CSIRO).jpg

Marrickville Public School students get to know the new smart recycling bin. Credit: CSIRO

অস্ট্রেলিয়ার বিজ্ঞান বিষয়ক জাতীয় সংস্থা কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন বা CSIRO প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করেছে একটি নতুন রোবোটিক বিন যা রিসাইক্লিং বস্তুগুলো অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে বাছাই করে। এই স্মার্ট বিনটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং হাই-টেক ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে বস্তুগুলো বাছাই করে প্লাস্টিক, ধাতু এবং কাঁচ, এই তিন ভাগে আলাদা করে।


সিডনি মেরিকভিল পাবলিক স্কুলের শিক্ষার্থীরা CSIRO এর গবেষকদের সঙ্গে যোগ দিয়েছে, তাদের নতুন রোবোটিক রিসাইক্লিং বিন পরীক্ষণের জন্য।

এই বিনটি রিসাইকেল বা পুনঃব্যবহারযোগ্য বস্তু, যেমন, প্লাস্টিক, ধাতু এবং কাঁচের জিনিস রাখা যায়। আর, হাই-টেক ইনফ্রারেড প্রযুক্তি এবং স্বয়ংক্রিয়ভাবে বাছাই করে আলাদা আলাদা পাত্রে রাখা যায়।

CSIRO এর প্রধান গবেষক, ড. উয়েই নি এই গবেষক-দলটির নেতৃত্বে দিচ্ছেন, যারা এই বিনটি তৈরি করেছেন। তিনি মনে করেন, এই বিনটি শপিং সেন্টার, স্কুল, সিনেমাহল, কফি শপ এবং এয়ারপোর্টগুলোতে ব্যবহার করা যাবে।
ধারণা করা হচ্ছে যে, এর ফলে অস্ট্রেলিয়ার বর্জ্য পুনরুদ্ধার হার মাত্র ৫ শতাংশ বাড়লে অস্ট্রেলিয়ার জিডিপি বা দেশজ উৎপাদনে এক বিলিয়ন ডলার পর্যন্ত যুক্ত হবে।

CSIRO এর চিফ একজিকিউটিভ ড. ল্যারি মার্শাল বলেন, এই বিনটি তৈরি করা হয়েছে CSIRO এবং সিডনি ইউনিভার্সিটি অফ টেকনোলজির যৌথ প্রচেষ্টায়।

আরও আশা করা হচ্ছে যে, এই স্মার্ট বিনটি CSIRO-কে সহায়তা করবে আগামী দশকের মধ্যে প্লাস্টিক বর্জ্য ৮০ শতাংশ কমানোর তাদের যে জাতীয় মিশন রয়েছে, আরও দ্রুত সেটি অর্জনে।

ড. মার্শাল বলেন, ন্যাশনাল সায়েন্স উইকের সময়ে এই বিনটি উন্মুক্ত করার বিষয়টি সময়োচিত হয়েছে।
ন্যাশনাল সায়েন্স উইকের অংশ হিসেবে, CSIRO শিক্ষকদের জন্য পাঠ্য-সূচির সঙ্গে সঙ্গতিপূর্ণ পাঠ-পরিকল্পনা তৈরি করেছে, যার মধে রয়েছে কাঁচ, প্লাস্টিক এবং সার্কুলার ইকোনমির শ্রেণী-কক্ষের কার্যক্রম।

শিক্ষার্থীদের এডুকেশন প্রোগ্রামকে ভবিষ্যতের জন্য তিনি গুরুত্বপূর্ণ মনে করেন।

পরবর্তী প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে এবং বিজ্ঞান কীভাবে নানা সমস্যার সমাধান করতে পারে, তা তুলে ধরতে এটি কাজে আসবে।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share