বাংলাদেশের মানুষ অনেক রাজনীতি সচেতন

Australia and Bangladesh flag

Australia and Bangladesh flag Source: Flickr/ Fredrik Rubensson/Christian Haugen

‘প্রাসঙ্গিক ভাবনা’র আজকের বিষয়: অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ কতোটা যুক্তিযুক্ত? অন্যদিকে, বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়ায় করার উপযোগিতা কতোটুকু? এসব নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন রাজনীতিবিদ ও সিডনির বাংলাভাষী কমিউনিটির প্রবীণ নেতা গামা আব্দুল কাদির।


‘প্রাসঙ্গিক ভাবনা’য় এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন রাজনীতিবিদ ও সিডনির বাংলাভাষী কমিউনিটির প্রবীণ নেতা গামা আব্দুল কাদির।

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন,

“অস্ট্রেলিয়াতে আমরা থাকবো। অস্ট্রেলিয়ার সংস্কৃতির সঙ্গে আমরা জড়িত। ... একই সময়ে আমরা আমাদের নিজস্ব স্বকীয়তা রক্ষা করে, অস্ট্রেলিয়ান পরিবেশের সাথে মিলিয়েই রাজনীতিতে আমাদের অংশগ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন,

“আমাদের নতুন প্রজন্ম এখানে জন্মগ্রহণ করবে, তারা বড় হবে, এই সাংস্কৃতিক পরিবেশে মানুষ হবে, তাদের সাথে আমাদের ওতপ্রোতভাবে মিশে এই রাজনীতি করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি।”

বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়ায় করার উপযোগিতা কতোটুকু? এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রয়োজনীয়তা অবশ্যই আছে।”

তার মতে, বাংলাদেশের মানুষ অনেক রাজনীতি সচেতন। তবে, দেশের রাজনৈতিক অবস্থার সঙ্গে অস্ট্রেলিয়ার রাজনৈতিক পরিবেশের পার্থক্য রয়েছে, বলেন তিনি। সেজন্য, যে-সব অপরাধ ও বিষয় নিয়ে মানুষ দেশে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না, সেসব ইস্যু নিয়ে দেশের বাইরে প্রতিবাদ করা যায় এবং এভাবে সেসবের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উদাহরণ দেন।
Gama Abdul Qadir
Gama Abdul Qadir Source: Supplied
গামা আব্দুল কাদিরের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share