চার দিনব্যাপী ন্যাশনাল লিডারশিপ ফোরামের এই প্রোগ্রামে উদীয়মান অস্ট্রেলিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তরুণ নেতারা অংশ নেন।
এতে অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের শিক্ষার্থী জাফরিন কবির।
জাফরিন কবির বলেন, এই ফোরামে তিনি সংসদ সদস্য, ব্যবসায়িক নেতা এবং অন্যান্য তরুণ নেতাদের সাথে মতবিনিময় করেছেন।
"কীভাবে তারা তাদের নেতৃত্বের গুণাবলী প্রসারিত করেন এবং অন্যদের সেবা করতে তা কাজে লাগান - এসব বিষয়ে কর্মশালা, ছোট গ্রুপ সেশন, প্যানেল আলোচনা এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত ছিল এই ফোরামে", বলেন তিনি।
জাফরিন কবিরের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: