বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্ত শুরু ভারতের

ভারতীয় নারী দলের স্পিনার পুনম যাদবের ১৯ রানে ৪ উইকেট ও শিখা পাণ্ডের ১৪ রানে ৩ উইকেটের দুরন্ত বোলিংয়ে বিশ্বকাপের গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে দারুণ সূচনা করলো ভারতীয় নারী ক্রিকেট দল। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরের প্রথম খেলাতেই হারের মুখ দেখলো অস্ট্রেলিয়া।

Arundhati Reddy of India is congratulated by her teammates

Arundhati Reddy of India is congratulated by her teammates after taking a catch to dismiss Alyssa Healy of Australia during the ODI Tri-Series Cricket match Source: AAP Image/Scott Barbour

প্রথমে ব্যাট করতে নেমে ভারতের নারী দল তুলেছিল ৪ উইকেট হারিয়ে ১৩২ রান। জবাবে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় ১৯.৫ ওভারে ১১৫ রানে। নারীদের ৬ টি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে ৪টিই জেতার সুখকর স্মৃতি রয়েছে অস্ট্রেলিয়ার। টুর্নামেন্টের শুরুতেই হোঁচট খেলো অস্ট্রেলিয়া।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়ে খুশি ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। স্পিনার পুনম যাদবের ১৯ রানে ৪ উইকেট নেয়ার প্রশংসা করলেন তিনি।
হাতে চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেন নি পুনম। চোট কাটিয়ে ফিরে এসে দুর্দান্ত পারফরমেন্স দেখালেন তিনি। অন্যদিকে, মাঠে এই জয়ের আরেক সঙ্গী শিখা পাণ্ডে। তিনি ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট। আগ্রার ২৮ বছর বয়সি ক্রিকেটার পুনমের ম্যাচে হ্যাটট্রিক করার সুযোগ ছিল। ভারতের উইকেটকিপার তানিয়া ভাটিয়ার কারণে সে সুযোগ নষ্ট হলো। এই নিয়ে তৃতীয় বার হ্যাটট্রিক করার সুযোগ থেকে বঞ্চিত হলেন পুনম।
অন্যদিকে, রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালিসা হিলি। ৬ বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫১ রান করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার শিবিরে হানা দেয় ভারতীয় বোলাররা। ১২ তম ওভারে বল করতে এসে পরপর দু’বলে ২ উইকেট তুলে নেন পুনম যাদব। এই আক্রমণে হতাশা নামে অস্ট্রেলিয়ার শিবিরে। ধস নাম ব্যাটিং লাইনে। অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ৩৬ বলে ৩৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসলো ভারতীয় নারী ক্রিকেটাররা।
আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের নারীরা মুখোমুখি হবে বাংলাদেশের।

Share
Published 22 February 2020 2:23pm
Updated 22 February 2020 2:31pm
By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends