১৫ ডিসেম্বর সিডনির কেলসো ওভালে বিডি গোল্ডকাপ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো।দীর্ঘ ২৫ বছর ধরে এই টুর্নামেন্ট টি চলছে। এই টুর্নামেন্ট বাংলাদেশী কমিউনিটি ক্রিকেটারদেরকে একটা জায়গা দিয়েছে ক্রিকেট খেলার জন্য।প্রত্যেক রবিবারে ক্রিকেটার দের জন্য এই খেলার আয়োজন করা হয়। বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস এই টুর্নামেন্টটি শুরু করে। গত পাঁচ বছর ধরে অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশন ( ABSCA ) এই টুর্নামেন্ট এর আয়োজনা করছে ।
Source: SBS Bangla
বিডি গোল্ডকাপ ক্রিকেটের সিলভার জুবিলীতে বারোটি টীম অংশ নিয়েছে। রঙিন জার্সি সাদা বল সার্টিফাইড আম্পায়ার ইলেকট্রনিক্স কলিং স্কোরিং এই সব কিছু এই টুর্নামেন্ট কে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছে।বারোটি অংশ নেয়া টীম এর মধ্যে এবার ফাইনাল খেলেছে রেঁন্ডউইক রাইডার্স ও পিসি। পিসিকে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে রেঁন্ডউইক রাইডার্স।বাংলাদেশ কমিউনিটি ক্রিকেটের এই আয়োজন স্থানীয় ক্রিকেট প্রেমীদের অনুপ্রাণিত করেছে। এই ক্রিকেটের বিশেষ পৃষ্টপোষকতা করেছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও ABSCA র প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম।
Source: SBS Bangla
এই টুর্নামেন্ট নিয়ে কথা বলেছিলাম ABSCA র জেনারেল সেক্রেটারি মৃদুল হক এর সঙ্গে তিনি এই টুর্নামেন্ট সম্পর্কে বলেন আমরা এই ক্রিকেটকে একটা নতুন মাত্রায় নিয়ে এসেছি।
Source: SBS Bangla
টুর্নামেন্ট চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার একজন সাবেক ক্রিকেটের DOUGH WALTERS তিনি প্রথম যেদিন এই টুর্নামেন্টই শুরু হয় ২৫ বছর আগে তখন সেখানে উপস্থিত ছিলেন । তিনি বলেন আগের চাইতে বাংলাদেশের ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে।
Source: SBS Bangla
বাংলাদেশের নারী ক্রিকেটারদের এখানকার টীম গুলোর সাথে খেলার সুযোগ করে দিয়েছেন নরমান কোচনেক তিনি বাংলাদেশের নারী ক্রিকেটারদের বেশ কিছু খেলোয়ারকে এখানকার টিমগুলোর সঙ্গে খেলার সুযোগ করে দিয়েছেন ।
Source: SBS Bangla
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন ABSCA প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম , স্টেট এমপি মার্ক কুরে সহ আমন্ত্রিত গণ্য মান্য ব্যাক্তি বর্গ । খেলা শেষে আমন্ত্রিত দর্শকদের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়