সাবেক ক্রিকেটার সিদ্দিক চৌধুরী বাবলু একসময়ে ঢাকার প্রিমিয়ার লিগে বাংলাদেশ বিমান দলে খেলতেন। অস্ট্রেলিয়ার লেভেল-২ কোয়ালিফায়েড এই কোচ কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল। ফাইনাল ম্যাচে তারা হারিয়ে দেয় শক্তিশালী ভারতকে।
বাংলাদেশ ট্রফি জেতার পরে মাঠের মধ্যেই দুই দলের ক্রিকেটারদের বাকযুদ্ধে লিপ্ত হতে দেখা যায়। তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।এর জেরে বাংলাদেশী তিন জন এবং ভারতীয় দু’জন ক্রিকেটারকে শাস্তি প্রদান করার কথা বলে আইসিসি।
Siddique Chowdhury Bablu, level 2 qualified cricket coach from Cricket Australia. Source: SBS Bangla
বাংলাদেশী তওহিদ হৃদয়, শামিম হোসেন এবং রাকিবুল হাসানের এবং ভারতের আকাশ সিং এবং রাভি ভিশনোই-এর ডিমেরিট পয়েন্ট প্রদান করা হয়।
শাস্তি হিসেবে েএ ক্রিকেটাররা চার থেকে ১০ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ থাকবেন।
সাবেক ক্রিকেটার সিদ্দিক চৌধুরী বাবলু অবশ্য বাংলাদেশের নতুন প্রজন্মের ক্রিকেটারদের ভবিষ্যত নিয়ে অনেক আশাবাদী।সিদ্দিক চৌধুরী বাবলুর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Mohammad Tawhid Hridoy of Bangladesh comes from the field after being dismissed during the ICC U19 Cricket World Cup match between Bangladesh and England. Source: Dianne Manson-ICC/ICC via Getty Images