নিউ সাউথ ওয়েলসে হারমনি ডিনারে সর্বোচ্চ সম্মান পেলেন একজন ভিয়েতনামি শরণার্থী

অস্ট্রেলিয়ায় ভিয়েতনামী সম্প্রদায়ের প্রতি অবদান রাখায় হারমনি ডে ডিনারে ‘টপ অনারস’ লাভ করলেন মিস্টার অ্যামব্রোজ ডিনহ। একটানা চল্লিশ বছরের বেশি সময় ধরে অবদান রেখে চলেছেন তিনি।

Premier's Harmony Dinner at Rosehill Gardens Grand Pavilion hosted by Multicultural NSW. Picture © Salty Dingo 2018

File picture: Premier's Harmony Dinner at Rosehill Gardens Grand Pavilion hosted by Multicultural NSW. Source: Picture Salty Dingo 2018

গত ২১ মার্চ বুধবার সিডনির রোজহিল গার্ডেন্স রেসকোর্সে অনুষ্ঠিত হয় ২০১৮ প্রিমিয়ার্স হারমনি ডিনার। এতে ‘টপ অনারস’ (সর্বোচ্চ সম্মান) লাভ করেন ভিয়েতনামী শরণার্থী অ্যামব্রোজ ডিনহ।

হারমনি ডে-তে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্লাডিস বারজিক্লিয়ান তাকে লাইফটাইম কমিউনিটি সার্ভিস মেডেল প্রদান করেন।

মিজ বারজিক্লিয়ান গত ২১ মার্চ, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন,

“ভিয়েতনামী সম্প্রদায়ের প্রতি একটানা চল্লিশ বছরেরও বেশি সেবা প্রদান করেছেন মিস্টার ডিনহ।”

“এ বছর তার আশি বছর পুর্ণ হচ্ছে। ভিয়েতনামী অস্ট্রেলিয়ান পরিবারগুলোর পেছনে এবং নবাগত অভিবাসীদের পেছনে স্বেচ্ছাসেবী হিসেবে বহু সময় দিয়েছেন তিনি।”

“আজ রাতে মিস্টার ডিনহ-সহ পুরস্কার পাওয়া অন্য সবার প্রশংসা করি আমি। তারা সবাই তাদের কাজের মাধ্যমে নিউসাউথওয়েলস-কে শান্তিপূর্ণ, সহিষ্ণু এবং সার্বিকভাবে বসবাসের উপযোগী করে গড়ে তুলেছেন।”

ভিয়েতনামী শরণার্থী হিসেবে নৌকায় করে ১৯৭৫ সালের জুন মাসে মিস্টার ডিনহ অস্ট্রেলিয়ায় আসেন। অন্য ভিয়েতনামী শরণার্থীদেরকে সহায়তা করার জন্য তিনি বহু সংগঠন তৈরি করেন। তিনি বর্তমানে ভিয়েতনামিজ অস্ট্রেলিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।

মিস্টার ডিনহ বলেন:

“একে অপরের সংস্কৃতি শান্তিপূর্ণভাবে গ্রহণ করাটাই আমার কাছে ‘হারমনি’। একজন শরণার্থী হিসেবে বিরোধ কিংবা উত্তেজনা ছাড়া একসঙ্গে বসবাস করা এবং কাজ করাটা আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।”

“ভিয়েতনামী সম্প্রদায় এবং অ্যাসোসিয়েশনের সঙ্গে আমার কাজের মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেই সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রক্ষার বিষয়ে।”

মিনিস্টার ফর মাল্টিকালচারিজম রে উইলিয়ামস বলেন, এমন একটি রাজ্যে বাস করতে পেরে তিনি গর্বিত যেখানে সমাজের বিভিন্ন স্থান থেকে এবং বিভিন্ন পটভূমি থেকে আসা মানুষকে সম্মান জানানো হয়।

মিস্টার উইলিয়ামস বলেন:

”নিউ সাউথ ওয়েলসে আমরা আমাদের সমস্ত বৈচিত্রপূর্ণ সাংস্কৃতিক পটভূমির সমষ্টি। আর, আজ রাতে আমরা আমাদের অন্যতম মহান সম্পদ সেই বৈচিত্র উদযাপন করছি।”


Share
Published 22 March 2018 4:53pm
Updated 24 March 2018 4:27pm
By Sikder Taher Ahmad


Share this with family and friends