আজ সকাল থেকেই ভিক্টোরিয়াবাসি দেখতে পান যে ঘন ধোঁয়ার চাদরে পুরো এলাকা ঢেকে গেছে; এই ধোঁয়া দাবানলে বিপর্যস্ত গিপ্সল্যান্ড থেকে শুরু করে মেলবোর্ন শহর হয়ে পশ্চিমে মেলটন-ব্যাকাশমার্শ এবং জিলং পর্যন্ত ছড়িয়েছে। অনেকেই ঘরের ভেতর থাকছেন এবং তাদের ফায়ার অ্যালার্ম বন্ধ রেখেছেন।
ভিক্টোরিয়ার চিফ হেলথ অফিসার ব্রেট সুটোন সকলকে ধোঁয়াচ্ছন্ন এলাকা যতটা সম্ভব এড়িয়ে চলতে আহবান জানিয়েছেন।
তিনি বলেন, "এতে ১৪ বছর বা তার কম বয়সী শিশুরা এবং ৬৫ উর্দ্ধ বৃদ্ধরা অসুস্থ হতে পারেন বিশেষ করে যাদের হৃদরোগ, ফুসফুসের কিংবা ডায়াবেটিসের সমস্যা আছে। তাদেরকে তাদের জিপি এবং নার্সদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি ভাবা উচিত। অবশ্যই যারা খুব বেশি সমস্যায় পড়বেন তারা যাতে জিপি বা ০০০ তে কল করেন।"
এদিকে এনভায়রনমেন্ট প্রটেকশন অথরিটি মেলবোর্নসহ ভিক্টোরিয়া রাজ্যের বায়ু দূষণকে 'Hazardous' বলে উল্লেখ করেছে যা বায়ুর মান হিসেবে সবচেয়ে খারাপ। মেলবোর্নের পশ্চিমে মেলটন থেকে দক্ষিণ-পূর্বে ডেনডিনঙ্গে এবং উত্তরে ম্যাক্লাউড এলাকায় বায়ুর মান 'Hazardous' থাকবে বলে ওয়েবসাইট উল্লেখ করা হয়েছে। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর জিলং-এ গত দু'সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বায়ুর মান 'Hazardous' লেভেলে পৌঁছেছে। একই রেটিং দেয়া হয়েছে রাজ্যের দাবানল-আক্রান্ত অমিও এবং অর্বস্ট শহরে।
এদিকে সোশ্যাল মিডিয়াতেও মেলবোর্নের বাসিন্দারা তাদের নিজ নিজ এলাকায় এয়ার কোয়ালিটির খারাপ অবস্থার কথা উল্লেখ করছেন। মেলটন, প্যাকেনহ্যাম, মেলবোর্ন সিবিডি, কিউ এসব এলাকার বাসিন্দারা তাদের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন বলে ফেসবুকে স্টেটাস দিয়েছেন।
'Hazardous' এয়ার কোয়ালিটির কারণে অনেক স্থানে সুইমিং পুল বন্ধ রাখা হয়েছে, পশ্চিম শহরতলি ওয়েরেবির হর্সরেস বাতিল করা হয়েছে, অনেক স্থানে কনস্ট্রাকশন কর্মীরা তাদের কাজ বন্ধ রেখেছে, এমনকি অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতির কাজ সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।
আরো পড়ুন: