প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
বুশফায়ারে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে বিপাকে পড়লেন প্রধানমন্ত্রী স্কট মরিসন
The Prime Minister and Darren Chester visit Sarsfield, Vic. Source: AAP
প্রধানমন্ত্রী স্কট মরিসন গত শুক্রবার ভিক্টোরিয়া রাজ্যের বুশফায়ার আক্রান্ত এলাকা সফর করেন। সেখানে তিনি বলেন, তিনি মানুষের রাগ অনুভব করতে পারেন। এর আগে বৃহস্পতিবার তিনি নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ-পূর্ব অঞ্চলের অগ্নি-বিধ্বস্ত শহর কোবার্গো সফরে যান এবং বুশফায়ারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রোষাণলে পড়েন।
Share