বৃষ্টির পরে সিডনিতে ‘ওয়াটার রেস্ট্রিকশন্স’ শিথিল

আগামী ১ মার্চ থেকে গ্রেটার সিডনি এলাকায় ওয়াটার রেস্ট্রিকশন্স শিথিল করে লেভেল-১ এ নামিয়ে আনা হচ্ছে। সম্প্রতি এই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয় যা গত ২০ বছরের মধ্যে হয় নি।

water quality, bushfire, sydney

Warragamba Dam recouped a year's worth of water in one weekend, rising 17.7 per cent to sit at 60.7 per cent at 10.30am on Monday. Source: AAP Image/Dean Lewins

সিডনি-জুড়ে ওয়াটার রেস্ট্রিকশন্স শিথিল করা হচ্ছে। সম্প্রতি এই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয় যা গত ২০ বছরের মধ্যে হয় নি। এর ফলে ড্যাম লেভেল অনেক বৃদ্ধি পেয়েছে।

তবে মার্চের ১ তারিখের আগে রেস্ট্রিকশন্স লেভেল-২ থেকে লেভেল-১ এ নামিয়ে আনা হচ্ছে না। পানির মান নিশ্চিত করার জন্য এই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ওয়াটার মিনিস্টার মেলিন্ডা পেভি মঙ্গলবার একটি বিবৃতিতে বলেন,

“গত ২০ বছরের মাঝে সম্প্রতি আমরা সবচেয়ে বেশি বৃষ্টি হতে দেখেছি। এর ফলে গ্রেটার সিডনির বুশফায়ার-কবলিত এলাকাগুলোর জলাধারগুলোতে অপরিশোধিত পানির মানের উপরে প্রভাব পড়েছে।”

“এই পানির ব্যবহার নিরাপদ করা নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভালভাবে পরীক্ষা করা, ফিল্টার করা এবং ছাকনি ব্যবহার করা।”
ফেব্রুয়ারির ৮-৯ উইকএন্ডে প্রবল বর্ষণে গ্রেটার সিডনির ড্যাম বা জলাধারগুলোর পানির উচ্চতা বৃদ্ধি পায়।

ওয়ারাগাম্বা ড্যামের ধারণ ক্ষমতার ৮০.৩ শতাংশ, প্রসপেক্ট ড্যামের ৮৭.২ শতাংশ এবং ওরোনোরা ড্যামের ৬৩.৬ শতাংশ পানিতে ভরে যায়।
Flood damage at the caravan park at Lake Conjola.
Flood damage at the caravan park at Lake Conjola. Source: SBS News/Lucy Murray
লেভেল-১ রেস্ট্রিকশন্স অনুসারে আবাসিক এবং বাণিজ্যিক ব্যবহারকারীরা কারও তত্ত্বাবধান ছাড়া পানির হোজ বা নল চালু রেখে সরে যেতে পারবেন না, ট্রিগার নজল, স্ট্যান্ডার্ড স্প্রিঙ্কলার ইত্যাদি ছাড়া কোনো হোজ দিযে গাড়ি এবং দালান-কোঠা ধুতে পারবেন না।

এসব করলে জরিমানা দিতে হবে, আবাসিক এলাকায় ২২০ ডলার এবং বাণিজ্যিক এলাকার জন্য ৫৫০ ডলার।

লেভেল-২ রেস্ট্রিকশন্স অনুযায়ী, সকাল ১০টার আগে কিংবা বিকাল ৪টার পরই শুধুমাত্র বাগানে পানি দেওয়া যাবে। এক্ষেত্রে পানির পাত্র কিংবা বালতি ব্যবহার করতে হবে। গাড়ি ধোয়ার জন্য বালতি ব্যবহার করতে হবে কিংবা কার ওয়াশ সেন্টারে যেতে হবে।

Follow SBS Bangla on .

Share
Published 18 February 2020 5:11pm
Updated 20 February 2020 11:28am
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends