সতর্কতাঃ কিছু ছবি পাঠকদের বিচলিত করতে পারে
Caution: Distressing images
ভিক্টোরিয়ার দক্ষিণ-পশ্চিমে 'কোয়ালা নিধনের' অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
কেপ ব্রিজওয়াটারের নিকটে একটি ব্লু গাম গাছ রোপনের প্রকল্পের জন্য লগিং অপেরেশনের সময় কোয়ালাদের স্থানীয় আবাস ধ্বংস করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অফ দা আর্থ ওই ঘটনার কিছু ছবি দেখিয়েছে, যেখানে বেশ কিছু আহত এবং মৃত কোয়ালা দেখা গেছে।
সংগঠনটি এক বিবৃতিতে বলেছে "আমাদের স্থানীয় সূত্র থেকে জানতে পেরেছি, শুধু এই সপ্তাহেই গাছ কাটার সময় শত শত কোয়ালা মারা গেছে বা আহত হয়েছে।"
"ফ্রেন্ডস অফ দা আর্থ শংকিত যে এই রকম অযাচিত ধ্বংস এবং ব্যাপক প্রাণী হত্যা চলতে থাকলে এই ধারা ভিক্টোরিয়ার দক্ষিণ-পশ্চিমের প্লানটেশন ইন্ডাস্ট্রির মধ্যে সংক্রমিত হবে।"
বাকি কোয়ালাদের বাঁচাতে সরকারি কর্মী এবং স্বেচ্ছাসেবীদের দ্বারা উদ্ধার অভিযান চলছে।ভিক্টোরিয়ার ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ল্যান্ড ওয়াটার এন্ড প্ল্যানিঙের (DELWP) একজন মুখপাত্র এসবিএস নিউজকে নিশ্চিত করেছেন যে রাজ্য সরকার এই ঘটনার তদন্ত করছে।
One of the dead koalas at the site. Source: Friends of the Earth
তিনি বলেন, "যদি তদন্তে প্রমান হয় যে কেউ এটা ইচ্ছাকৃতভাবে করেছে, তবে আমরা আশা করবো যে কঞ্জারভেটর রেগুলার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন।"
"ওয়াইল্ডলাইফ ওয়েলফেয়ার এসেসমেন্ট এন্ড ট্রাইএজ (বন্যপ্রাণীদের কল্যানে নিয়োজিত ব্যবস্থা) পেশাদার কেয়ারার এবং চিকিৎসকদের নিয়ে কাজ করতে থাকবে। DELWP আহত বন্যপ্রাণীদের সেবা দিতে প্রয়োজনীয় উপকরণ এবং বিশেষায়িত সাহায্য নিশ্চিত করতে ঐস্থানে থাকবে।"অস্ট্রেলিয়ান ফরেস্ট প্রোডাক্ট এসোসিয়েশন (AFPA ) -এর সিইও রস হ্যাম্পটন নিশ্চিত করেছেন যে গত বছর প্লান্টেশন থেকে গাছ কাটার কাজ হয়েছিল, কিন্তু যখন কোয়ালার আবাস পাওয়া গেছে তখন সেটা ভূমির মালিককে ফিরিয়ে দেয়া হয়েছে।
Image of a dead koala during logging in Victoria Source: friends of the earth
মিঃ হ্যাম্পটন বলেন "এর সাথে ফরেস্ট্রির কোন সম্পর্ক নেই ... যা হয়েছে তা সত্যিই দুঃখজনক। আমরা কষ্ট পেয়েছি।"
তিনি বলেন, "আমাদের খুব কঠোর নিয়ম আছে গাছে যদি কোন কোয়ালা থাকে তবে সেটা স্পর্শ না করার।"
"আমরা ব্লু গাম প্লান্টেশনে গাছ কাটার সময় খুব কঠোর পরিশ্রম করি যাতে কোয়ালাদের কোন ক্ষতি না হয়, এবং আমরা চলে যাওয়ার পর যদি তাদের আহত এবং অঙ্গহানি অবস্থায় দেখা যায় তাহলে সেটা খুবই দুঃখজনক।"
"আমি স্পষ্টভাবে বলতে পারি AFPA -এর কোন সদস্য এর সাথে জড়িত নয়।"গ্রীনসের পরিবেশ বিষয়ক মুখপাত্র সিনেটর সারাহ হ্যানসন-ইয়ং বলেন, 'কোয়ালা হত্যার' ওই ছবিগুলো ভয়ংকর।
An operation is underway to rescue the remaining koalas. Source: Friends of the Earth
তিনি বলেন, " ইতিমধ্যেই পোড়া কোয়ালাদের ছবি দেখে অস্ট্রেলিয়ানদের হৃদয় ভেঙে গেছে, তার ওপর এইসব ঘটলে তা হবে লজ্জাজনক এবং এটি তাদেরকে বিচলিত করবে।"
"কেউ এরকম নিষ্ঠুরতা এবং ক্ষতি করে পার পেয়ে যাবে আমরা তা মানতে পারবো না, এই ঘটনা বন্ধে সরকারকেই যা করার করতে হবে।"
এদিকে কোয়ালা হত্যার ঘটনায় ক্ষুব্ধ ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস ভূমির মালিকদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা যে 'ভুল কাজটি ' করেছে সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার তাদের নেই।
তিনি বলেন, এই কাজটি যারা করেছেন তা প্রমাণিত হলে তাদের বড়ো ধরণের জরিমানা করা হবে।
ওয়াইল্ড লাইফ এক্ট ১৯৭৫ অনুযায়ী কোয়ালাদের সুরক্ষা দেয়া হয়েছে। কোয়ালা হত্যা, বিরক্ত বা উত্যক্ত করলে ৮,০০০ ডলার পর্যন্ত জরিমানার বিধান আছে এবং সেই সাথে বন্যপ্রাণীপ্রতি জরিমানার বিধান আছে ৮০০ ডলারেরও বেশি।