সার্ফিং করেতে গিয়ে আর একটু হলে মারা যেতে পারতেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন।
ছুটিতে কুইন্সল্যান্ডের নর্থ স্ট্র্যাডব্রোক দ্বীপে ছেলে জোশের সঙ্গে সার্ফিং করছিলেন তিনি। তখন ঢেউয়ের দাপটে বালিতে আছড়ে পড়েন তিনি। ৪৬ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার বলেছেন, আরও বড় হতেই পারত। কপালজোরে বেঁচে গিয়েছেন তিনি।
মাথায় ও ঘাড়ে চোট লেগেছে, চিড় ধরেছে মেরুদণ্ডেও। ছিড়েছে লিগামেন্ট। রক্তাক্ত হয়েছে কপাল। ফেসবুক এবং ইনস্টাগ্রামে নিজের একটা ছবিও পোস্ট করেছেন হেইডেন। যাতে রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছে তাকে।
ম্যাথু হেইডেনকে উদ্ধৃত করে বলা হয়েছে, হেইডেন লিখেছেন, তিনি কোনওক্রমে একটা বুলেটকে এড়াতে পেরেছেন!এই দুর্ঘটনার পর তার এমআরআই ও স্ক্যান করা হয়। রিপোর্টে দেখা যায় ভয়াবহ চোট লেগেছে এবং অনেক জায়গায় ভেঙেছে এবং চিড়ও ধরেছে। তবে এতোকিছুর পরও সার্ফিং ছাড়ছেন না হেইডেন।
Australia's Hayden fractures neck in surfing accident Source: Reuters