বাবার মত মাহদিও পুরোদস্তুর অলরাউন্ডার। নিজেকে উজাড় করে দিয়ে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত জুনিয়র ওয়ার্ল্ড সিরিজের অনুর্ধ্ব-১৫ বিভাগে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছেন শিরোপা।
গত শনিবার নিউজিল্যান্ডের এ্যাকশন ইনডোর স্পোর্টস হর্নবিতে অনুষ্ঠিত হয়ে গেল বয়স ভিত্তিক ক্রিকেটের আসর জুনিয়র ওয়ার্ল্ড সিরিজ। যার আয়োজক ইনডোর ক্রিকেট নিউজিল্যান্ড।ডাবল লীগের খেলায় দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনাল নিশ্চিত করে মাহদি ও তার দল।
Mitchell Bodnar/ On Shot Photography Source: Mitchell Bodnar / On Shot Photography
শুরুতে ব্যাট করতে নেমে ১৩৪ রানের সংগ্রহ করে অস্ট্রেলিয়া অনুর্ধ্ব ১৫ দল। শিরোপা লড়াইয়ের জবাবে ভালো করেনি দক্ষিণ আফ্রিকার বয়স ভিত্তিক দলটি। মাত্র ৭২ রানে গুটিয়ে যায় তারা।
টুর্নামেন্টে পারফরম্যান্স এবং ডিসিপ্লিনের জন্য অস্ট্রেলিয়ার হয়ে 'জুনিয়র এ্যাম্বাসাডর' পদক জিতেন মাহদি ইসলাম। অংশগ্রহণকারী প্রতিটি দেশের সবক'টি দলের মধ্য থেকে একজনকে দেয়া হয় এই পদক।অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারায় ভীষণ খুশি মাহদি ইসলাম।
Mahdee Islam achieved 'Junior Ambassador' award. Source: Supplied
"ভালো লাগছে দলের জয়ে অবদান রাখতে পেরেছি। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারা অনেক বড় ব্যাপার," বলেছেন মাহদি।পুরো টুর্নামেন্টে উপস্থিত থেকে ছেলের খেলা দেখেছেন বাবা আইসিসি এশিয়া বিভাগের ডেভেলপমেন্ট ম্যানেজার আমিনুল ইসলাম বুলবুল।
Source: Facebook
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমিনুল ইসলাম বলেন, "কি অসাধারণ এক জয়! এইমাত্র ফাইনাল শেষ হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৫ দল জিতলো জুনিয়র ওয়ার্ল্ড সিরিজের শিরোপা।"
"দলের হয়ে এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মাহদি। আলহামদুলিল্লাহ। ছেলের এই সাফল্যে আমরা গর্বিত।"অস্ট্রেলিয়া ছাড়াও এ আসরে আরো অংশ নেয় স্বাগতিক নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং সিঙ্গাপুর।
Source: Facebook
বয়স ভিত্তিক ক্রিকেটের এ আসরের তিনটি বিভাগে অস্ট্রেলিয়ার হয়ে মোট চারটি দল অংশ নেয়। তারমধ্যে ছেলেদের তিনটি এবং মেয়েদের একটি দল।জুনিয়র ওয়ার্ল্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়া অনুর্ধ্ব ১৫ দলের নাম ঘোষণা করা হয় গত জুলাই মাসে। যেখানে শুরুতেই আসে মাহদির নাম।
Source: Facebook
বর্তমানে মেলবোর্ন প্রিমিয়ার ক্রিকেটের ডেন্ডিনঙ্গ ডিস্ট্রিক্টের পক্ষে খেলছেন মাহদি ইসলাম।