আমিনুল ইসলাম বুলবুল: সাকিবকে কখনোই টিম ক্যাপ্টেন মনে হয়নি

Bangladesh Cricket Team

Bangladesh Shakib Al Hasan jumps to save a run out during the third T20 cricket match between Afghanistan and Bangladesh in Dehradun. Source: AP Photo/Anupam Nath

আফগানিস্তানের কাছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়েছে টাইগারদের। বৃহস্পতিবার রাতে শেষ ম্যাচে বাংলাদেশকে ১ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। পুরো সিরিজে বাংলাদেশ দলের অবস্থা হ-য-ব-র-ল ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং আইসিসি এশিয়া বিভাগের ডেভেলপমেন্ট ম্যানেজার আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ- আফগানিস্তানের মধ্যকার সিরিজ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন তিনি। কথোপকথন শুনতে উপরের লিংকে ক্লিক করুন।


সিরিজের শেষ ম্যাচে জয়ের আশা জাগিয়েও ১ রানে হেরেছে বাংলাদেশ। আফগানিস্তানের করা ১৪৫ রানের জবাবে লড়াইটা ভালোই চালিয়ে নিচ্ছিলেন মুশফিক- মাহমুদুল্লাহ জুটি। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের।
Bangladesh Cricket Team
Mohammad Mahmudullah. Source: AAP
”মুশফিক- মাহমুদুল্লাহ আমাদের সেরা ব্যাটসম্যান। গতকাল আবারো তা প্রমাণ করল তারা,” বলেছেন আইসিসি এশিয়া বিভাগের ডেভেলপমেন্ট ম্যানেজার আমিনুল ইসলাম বুলবুল।
Bangladesh Cricket Team
Aminul Islam Bulbul. Source: Supplied
"সাকিব খেলোয়াড় হিসেবে ভালো, এটা প্রমাণিত। তবে অধিনায়ক হিসেবে নয়।"  

তবে, সিরিজ হারের জন্য শুধু অধিনায়ক নয় বরং পুরো টিম ম্যানেজমেন্টকেই দুষছেন তিনি।
Bangladesh Cricket Team
Shakib Al Hasan. Source: AAP
টি- টোয়েন্টিতে ভালো করতে হলে ঘরোয়া ক্রিকেট লীগে আরো বেশী মনোযোগ দেয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

এসবিএস বাংলা

Share