মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে জমজমাট সিডনির লাকেম্বা সাবার্ব। রমজানের শুরুর থেকে ইফতার ও স্ট্রিট ফুড নিয়ে ব্যস্ততায় নতুন মাত্রা যোগ করেছে ঈদ বাজার। কারণ রোজার ঈদ মানেই চাই নতুন জামা।
বোরখা থেকে সালোয়ার- কামিজ, পাঞ্জাবি- পায়জামা, মানানসই অলংকার, সঙ্গে আতর থেকে সুরমা, দোকানে দাঁড়িয়ে উল্টে পাল্টে দেখে নিচ্ছেন তরুণ- তরুণী, মহিলা- পুরুষ সকলেই। এক দোকান থেকে অন্য দোকানে এখন শুধুই ব্যস্ততা।পেশাদার ব্যবসায়িদের পাশাপাশি দেশী- বিদেশী নানা ব্র্যান্ডের পোশাকের সমারোহ নিয়ে বসেছেন শৌখিন ব্যবসায়িরা। তবে, দামে সস্তা হওয়ায় ভারতীয় পোশাকের চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা।প্রবাসী বাংলাদেশিদের সংগঠন "ত্রিমাত্রা" এই ঈদ বাজারের আয়োজন করে।
Sydney Eid Bazaar. Source: SBS Bangla
Sydney Eid Bazaar. Source: SBS Bangla