প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
বাংলাদেশ ক্রিকেট দলের মানসিকতায় আশাবাদী মাশরাফি
Bangladesh's captain Mashrafe Mortaza (R) leads his team out of the field as they celebrate their win over Pakistan in the cricket match of Asia Cup. Source: AP Photo/Aijaz Rahi
বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের মানসিকভাবে ভেঙে না পড়াটা আশাবাদী করছে মাশরাফিকে। দুবাই থেকে বাংলাদেশে ফিরে বিমানবন্দরেই ফুলেল অভ্যর্থনা পেল বাংলাদেশ দল। এশিয়া কাপের শিরোপা জেতা হয় নি, তবে বাংলাদেশ দল যে দুর্দান্ত লড়াই করেছে তা অনস্বীকার্য। তাই খেলোয়াড়দের কোনো গ্লানি কিংবা হতাশা থাকা উচিত নয়। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এটাই চেয়েছেন।
Share