ছবির গল্পের শুরু মার্লোন বাটারপ নামের খলচরিত্রের এক বিড়ালকে নিয়ে। যে কিনা মেতেছে মহাবিশ্ব ধ্বংসের খেলায়। আর তাকে দমাতেই উদ্ধারকর্তার ভূমিকায় একদল চৌকুস কুকুর। যাদের পরিচয় স্টার পস নামে।
এমন গল্পে পরিচালক জেসন রাইট তৈরি করেছেন জুরাসিক বার্ক। মুক্তির অপেক্ষায় হলিউডের এ ছবির সাথে বাংলাদেশকে জুড়ে দিয়েছেন আবু তাহের রিপন। যিনি ফ্রিল্যান্স ভিডিও এডিটর হিসেবে কাজ করেছেন এই ছবিতে।
"অনেক অনেক বেশী আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশে থেকেই আমি হলিউডের ছবির কাজ করতে পেরেছি," বলেছেন রিপন।গত ১৮ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভিডিও সম্পাদনার কাজ করে আসছেন রিপন। বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভি-তে সিনিয়র ভিডিও এডিটর হিসেবে কর্মরত আছেন।
IMDb. Source: Collected