Feature

'মিস সাউথ এশিয়া অস্ট্রেলিয়া' প্রতিযোগিতার প্রথম রানার আপ বাংলাদেশের সেজুতি

দক্ষিণ এশিয়ার পোশাক- ঐতিহ্যের জমকালো এক উপস্থাপনার আয়োজন হয়ে গেল মেলবোর্নে। যার নাম দেয়া হয় 'মিস সাউথ এশিয়া অস্ট্রেলিয়া'।

Miss South Asia Australia

Tanvir Hussain Himel (R) and Shajuty Islam (L) were the winner of the Mr Bangladesh and Miss Bangladesh respectively. Source: Supplied

গত ১৪ সেপ্টেম্বর মেলবোর্নের একটি হোটেলে অনুষ্ঠিত হয় মিস সাউথ এশিয়া অস্ট্রেলিয়া প্রতিযোগিতা। এতে অংশ নেন অস্ট্রেলিয়ায় বসবাসরত আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকা কমিউনিটির মডেলরা। 

মিস, মিসেস, মিজ এবং মিষ্টার, মোট চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। 

এ বছর মিস সাউথ এশিয়া অস্ট্রেলিয়া প্রতিযোগিতার মুকুট জিতেন নামিথা সুসান কুরিয়ান। তিনি ভারতীয় কমিউনিটি থেকে প্রতিনিধিত্ব করেন।
Miss South Asia Australia
Source: Supplied
প্রথম রানার আপ হন বাংলাদেশের মেয়ে সেজুতি ইসলাম। যিনি কিনা একই সাথে মিস বাংলাদেশ মুকুটও জিতেন। 

মেলবোর্নে বসবাসরত প্রবাসী বাংলাদেশী তানভীর হুসেইন হিমেল জিতেন মিষ্টার বাংলাদেশ খেতাব। 

দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর প্রতিযোগিদের জন্যও ছিল মিষ্টার এবং মিস ক্যাটাগরিতে পদক জেতার সুযোগ।
Miss South Asia Australia
Source: Supplied
সেজুতি বলেন, "অভিজ্ঞতা অর্জন করতে এসে, প্রথম রানার আপ হওয়ার খেতাব অর্জন সত্যিই আনন্দদায়ক, ভীষণ খুশি লাগছে।"

"বাংলাদেশেও মডেলিং করেছিলাম। এখানে আসার পর মাল্টিকালচারাল বিভিন্ন অনুষ্ঠানেও মডেলিং করি।"

"এ ধরণের আয়োজন অব্যাহত থাকলে আগামীতে মডেলিংকে পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী হবেন অভিবাসীরা," বলেছেন তানভীর।

অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার কমিউনিটি সদস্যরা সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন।
Miss South Asia Austalia
Source: Supplied
মিস সাউথ এশিয়া অস্ট্রেলিয়া ব্যবস্থাপনা পরিচালক ডিলকি পেরেরাসহ মাল্টিকালচারাল এ্যাফেয়ার্সের ছায়া মন্ত্রী ইঙ্গা পুলিচ, সাবেক সংসদ সদস্য লিজ বিট্টি, সাবেক মেয়র জেনিফার ইয়াং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Miss South Asia Australia
Source: Supplied
সেজুতি এবং হিমেল দু'জনই অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী শেষ করেছেন।

Share
Published 24 September 2018 1:29pm
Updated 1 April 2021 5:35pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla


Share this with family and friends