'অস্ট্রেলিয়ার জাতীয় রাজনীতিতে নারী সংখ্যা হওয়া উচিত ফিফটি- ফিফটি'

Australian Politics

Sabrin Farooqui Usri (L) and Shoheli Sunjida (R). Source: Supplied

অস্ট্রেলিয়ার জাতীয় রাজনীতিতে নারীদের সংখ্যা বাড়ানো উচিত বলে মত দিয়েছেন প্রবাসী বাংলাদেশী নারী রাজনীতিবিদেরা।


বেশ ক'বছর ধরেই অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে আগ্রহ বাড়ছে প্রবাসী বাংলাদেশী নারীদের। আহামরি না হলেও ধীরে ধীরে বাড়ছে এ সংখ্যা। দুই প্রধান দলের মধ্যে লেবার পার্টিকেই পছন্দের শীর্ষে রাখছেন প্রবাসী বাংলাদেশী নারীরা। নিজ যোগ্যতায় অনেকেই জায়গা করে নিয়েছেন দলের গুরুত্বপূর্ণ পদে। 

এরিমধ্যে অনেকেই অংশ নিয়েছেন জাতীয় ও স্থানীয় নির্বাচনে। 

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে সক্রিয় এমন দু’জন প্রবাসী বাংলাদেশী নারীর সাথে কথা বলেছে এসবিএস বাংলা। তাদেরই একজন সিডনী প্রবাসী এনএসডাব্লিউ লেবার পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য সাবরিন ফারুকি উশ্রি। অন্যজন হচ্ছেন, মেলবোর্ন প্রবাসী লেবার পার্টির সদস্য সোহেলী সানজিদা।

বাংলায় পুরো রিপোর্ট শুনতে উপরের অডিও লিংকে ক্লিক করুন।


Share