Feature

জাপান ছবি উৎসবে পদক জিতেছে প্রবাসী বাংলাদেশী হিয়া, জিতেছে অস্ট্রেলিয়াও

জাপানের হিগাসিকাওয়া শহরে হয়ে যাওয়া আন্তর্জাতিক ছবি উৎসবে পদক জিতেছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী রাইসা ফারিয়া হিয়া। পদক জিতেছে তার শিক্ষা প্রতিষ্ঠান ক্যানবেরা হাই স্কুলও।

Photography Fetival

Team Australia got the special award on the 4th International High School Student's photo festival exchange on 08 August, 2018. Source: Collected

'টাউন অফ ফটোগ্রাফি' নামে পরিচিত জাপানের হিগাসিকাওয়া শহর। গত ২ অগাষ্ট থেকে এ শহরেই অনুষ্ঠিত হয়ে গেল সপ্তাহব্যাপী 'ইন্টারন্যাশনাল হাই স্কুল স্টুডেন্টস ফটো ফেস্টিভ্যাল এক্সচেঞ্জ'।

অস্ট্রেলিয়ার হয়ে এই ছবি উৎসবে অংশ নেয় ক্যানবেরা হাই স্কুলের তিন শিক্ষার্থী। তাদেরই একজন রাইসা। বাকি দু'জন হচ্ছেন, জেসলিন মালহোত্রা এবং জি ইয়ুন বায়েক। 

প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীসহ হিগাসিকাওয়া শহরের তিনটি স্কুল অংশ নেয়।
Photography Fetival
Team Australia won special award on International High School Students Photo Festival Exchange. Source: Collected
ছবি উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচটি পুরস্কারের জন্য লড়েছে শিক্ষার্থীরা। তারমধ্যে একটি হচ্ছে 'বিশেষ পদক'; যা কিনা নির্ধারিত হয়েছে অনলাইন ভোটিং এর মাধ্যমে। 

শীর্ষ দু'টি স্কুল এবং তিনজন শিক্ষার্থীকে দেয়া হয়েছে এ পদক। 

১১৪৯ ভোট পেয়ে অনলাইন ভোটিং এর দ্বিতীয় দিনের শীর্ষস্থান দখল করে ক্যানবেরা হাই স্কুল। 

তৃতীয় দিনে ৩৫৩ ভোট পেয়ে বিশেষ পদক ক্যাটাগরির ব্যক্তিগত পর্যায়ে দ্বিতীয় স্থান দখল করে রাইসা।
Photography Fetival
Raisa won special award on International High School Students Photo Festival Exchange. Source: Collected
নিজের এবং দলের পদক জয়ে বেশ খুশী রাইসা।

"অস্ট্রেলিয়ার হয়ে পদক জিততে পারায় বেশ ভালো লাগছে," বলেছেন রাইসা। 

আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের বন্ধু বাড়ানোর লক্ষেই এ ছবি উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
Photography Fetival
International High School Students Photo Festival Exchange. Source: Collected
১৯৮৫ সালে হিগাসিকাওয়াকে টাউন অব ফটোগ্রাফি হিসেবে ঘোষণা করা হয়।

Share
Published 11 August 2018 4:39am
Updated 1 April 2021 4:51pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla

Share this with family and friends