আন্তর্জাতিক এই ছবি উৎসবে অংশ নিচ্ছে, বিশ্বের ১৮টি দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা এবং হিগাসিকাওয়া শহরের তিনটি স্কুল।
অস্ট্রেলিয়ার হয়ে এই ছবি উৎসবে অংশ নিচ্ছে ক্যানবেরা হাই স্কুলের তিনজন শিক্ষার্থী। তাদেরই একজন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী রাইসা ফারিয়া হিয়া। বাকি দু'জন হচ্ছেন, জেসলিন মালহোত্রা এবং জি ইয়ুন বায়েক।ছবি উৎসবে অংশ নিতে ক্যানবেরা সময় বুধবার বিকেল সোয়া পাঁচটায় জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন হিয়া এবং তার দল। বয়স আঠারোর কম হওয়ায় তাদের সাথে অভিভাবক হিসেবে আছেন, জেসলিনের মা আমান মালহোত্রা।
Raisa Faria Hia (R), Ji Yun Baek (M) and Jasleen Malhotra (L). Source: SBS Bangla
"অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে অনেক ভালো লাগছে," ফোনালাপে এমনটাই বললেন হিয়া।
"ভালো কিছু করার সর্বোচ্চ চেষ্টাটাই করব আমরা।"ক্যানবেরা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী হিয়া। তার মা আলফা আরজু একজন পেশাদার সাংবাদিক। যিনি কিনা বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট, নিউ এজ ও ডেইলি স্টার পত্রিকায় কাজ করেছেন।
Raisa Faria Hia (R) with her two peers Jasleen Malhotra (L) and Ji Yun Baek (M). Source: Supplied
বিমানবন্দরে প্রিয় সন্তানকে বিদায় দিতে এসে অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েন আলফা আরজু।
"গর্ব হচ্ছে এটা ভেবে যে, আন্তর্জাতিক অঙ্গনে অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করছে আমার মেয়ে। আবার খারাপও লাগছে, এ প্রথম ও আমায় ছেড়ে কোথাও যাচ্ছে," বলেছেন আলফা আরজু।মা একজন পেশাদার সাংবাদিক হলেও কখনো সাংবাদিক হওয়ার শখ ছিল না হিয়ার। অনেকটা শখের বসেই ছবি তোলা। কৌতূহলবশত প্রতিযোগিতায় ছবি জমা দেয়া বলে জানালেন হিয়া।
Pamphlet of the festival. Source: Supplied
"আগে ইচ্ছে না থাকলেও, এখন আমি চিন্তা করছি ফটোগ্রাফি নিয়ে পড়াশুনা করার," বলেছেন হিয়া।আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের বন্ধু বাড়ানোর লক্ষেই এ ছবি উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
Raisa Faria Hia (R) with her mother Alpha Arzu (L). Source: SBS Bangla
চতুর্থবারের মত আয়োজিত এই উৎসবে মোট পাঁচটি পদক ক্যাটাগরিতে লড়বেন অংশগ্রহণকারীরা। তারমধ্যে, একটি ক্যাটাগরির পদক নির্ধারিত হবে অনলাইন ভোটে।৮ অগাস্ট শেষ হবে 'ইন্টারন্যাশনাল হাই স্কুল স্টুডেন্টস ফটো ফেস্টিভ্যাল এক্সচেঞ্জ'। সপ্তাহব্যাপী এ উৎসব শেষে আগামী ৯ অগাস্ট অস্ট্রেলিয়া ফিরবেন হিয়া এবং তার দল।
Online voting guideline.