আই সি সি টি টোয়েন্টি উইমেন্স ওয়ার্ল্ড কাপে আজ নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হেরে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে মাত্র ৯১ রানে অল আউট করে বাংলাদেশ ম্যাচটি জয়ের প্রত্যাশা করেছিল। কিন্তু নির্ভরযোগ্য ব্যাটসম্যান নিগার সুলতানার চোট পেয়ে মাঠ ছাড়া এবং দুটি দুৰ্ভাগ্যজনক রান আউট তথা ব্যাটসম্যানদের ব্যর্থতায় তারা সেই স্কোরটিও পেরোতে পারেনি।মেলবোর্নের জংশন ওভালে এই হারের ফলে গ্রূপ পর্ব থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেলো।
প্রবাসী বাংলাদেশিরা আশা করছিলেন আজ বাংলাদেশ জিতবে Source: Shahan Alam
নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের রিতু মনি, খাতুন ও রুমানাদের সামনে ১৮.২ ওভারে মাত্র ৯১ গুটিয়ে যায়। ওপেনার রাচেল প্রিস্ট সর্বোচ্চ ২৫ রান করেন, এছাড়া সুজি করেন ১৫ রান।
বাংলাদেশের পক্ষে রিতু ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট, এবং সালমা খাতুন ৭ রানে নেন ৩ উইকেট।
মাঠে বাংলাদেশের সমর্থকরা Source: Shahan Alam
এরপর কম রানে প্রতিপক্ষকে আটকে দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা শুরুতে বেশ আশা জাগিয়েছিলেন। কিন্তু ১৯ রানে দুই ওপেনারকে হারালে ৩১ রানে আউট হন ফারজানা এবং চোট পেয়ে মাঠ ত্যাগ করেন নিগার সুলতানা। এরপর থেকে একের পর এক উইকেট পড়তে থাকে বাংলাদেশের। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৫ রান। এ সময় চোট পেয়ে মাঠ ছাড়া নিগার আবার ফেরেন এবং ২১ রানে আউট হয়ে তিনিই হন দলের সর্বোচ্চ স্কোরার আর বাংলাদেশের করে ৭৪ রান।
চার ওভারে ১১ রান দিয়ে তিন উইকেট পাওয়া নিউজিল্যান্ডের হেইলি জেনসেন হন প্লেয়ার অফ দা ম্যাচ।
বাংলাদেশ দল তাদের শেষ ম্যাচটি খেলবে শ্রীলংকার সাথে আগামী ২রা মার্চ। খেলাটি হবে একই মাঠে অর্থাৎ মেলবোর্নের জংশন ওভালে।
আরো পড়ুন: