মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২০ এ নিজেদের প্রথম ম্যাচে পার্থে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সালমা খাতুন। টি-টুয়েন্টিতে ১৪৩ রানের লক্ষ্য খুববেশি বড় না হলেও কম চ্যালেঞ্জিংও নয়। প্রয়োজনীয় রান রেটের সাথে পাল্লা দিয়ে এগোতে হয় প্রতিটি ওভারেই। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পরাজিত হলো বাংলাদেশ। বিশ্বকাপে সালমারা নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে রানরেটের হিসাব মেলাতে না পেরে ১৮ রানের হার মেনে নিতে হলো ।
এর আগে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে কিছুটা আশা জাগিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পাঁচ রানের জয় পেয়েছে সালমা-জাহানারারা। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও পাকিস্তান।টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রান তুলতে সক্ষম হয়। পাঁচ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। সেই ম্যাচেও পুনম যাদব কৃতিত্ব দেখিয়েছিলেন। তাঁর স্পিন বুঝতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। লক্ষ্য তাড়ায় নেমে প্রথমেই শামীমা সুলতানাকে হারায় বাংলাদেশ। ৮ বলে ৩ করে ফেরেন এ ওপেনার। পরে সানজিদাকে নিয়ে ৩৯ রানের জুটি গড়া মুর্শিদা খাতুন ফেরেন ৪ চারে ২৬ বলে ৩০ করে। সানজিদা আলমও বেশিক্ষণ টেকেননি, ১৭ বলে ১০ রানে ফিরতে হয় তাকে । ফারজানা হক ৪ বলে রানের খাতা খুলতে না পেরে বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ ।সেই বিপদ কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশের মেয়েরা । প্রয়োজনীয় রানরেট দ্রুত বাড়তে থাকে। ফাহিমা খাতুন ২ চারে ১৩ বলে ১৭ রান তুলেন , নিগার সুলতানা ২৬ বলে ৫ চারে সর্বোচ্চ ৩৫ করেও বিপদ কাটাতে পারেনি।
অন্যদিকে ভারতের শেফালি ভার্মা ১৭ বলে ২ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেছেন। পরের সর্বোচ্চ ২ চার ও এক ছক্কায় ৩৭ বলে ৩৪ রান জেমিমাহ রদ্রিগেজের।বাকিদের মধ্যে দীপ্তি শর্মা ১১, রিচা ঘোষ ১৪ ও শেষদিকে বিদ্যা কৃষ্ণমূর্তির ৪ চারে ১১ বলে অপরাজিত ২০ রান করায় সালমাদের লক্ষ্যটা বেড়ে যায় ।নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৪২ রান । শুরুটা ভাল হয়নি ভারতের। মাত্র ২ রানে ফিরে যান ওপেনার তানিয়া ভাটিয়া।ভারতের রান তখন এক উইকেটে ১৬। অন্যদের মধ্যে ওপেনার শেফালি ভার্মা (৩৯) ও জেমাইমা রডরিগেজ (৩৪) অধিনায়ক হরমনপ্রীত কউর (৮) রান করেন । বাঙালি মেয়ে রিচা ঘোষ এ দিন প্রথম বার খেলতে নেমে ১৪ বলে ১৪ রান করেন।
বল হাতে ভারতের পুনম যাদব ৩ উইকেট তুলে নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন শিখা পান্ডে ও অরুন্ধতী রেড্ডি।বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সালমা খাতুন ও পান্না ঘোষ। সালমা ও পান্না ৪ ওভারে ২৫ করে রান দেন। রুমানা ২ ওভারে ৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। ফাহিমা ২ ওভারে ১৬, জাহানারা ৪ ওভারে ৩৩ ও নাহিদা ৪ ওভারে ৩৪ করে রান দিয়ে উইকেটশূন্য থাকেন।এর আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। সেই ম্যাচেও পুনম যাদবের স্পিনের জাদু যেমন বুঝতে পারেননি অস্ট্রেলিয়া তেমনি পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা।ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ভারতের শেফালি ভার্মা।