নিউ সাউথ ওয়েলসে ডমেস্টিক ও ফ্যামিলি ভায়োলেন্সের বিরুদ্ধে কর্মরত শীর্ষস্থানীয় একটি সমর্থক-গোষ্ঠী বলছে, করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারির সময়টিতে পারিবারিক ও ঘরোয়া সহিংসতার ঘটনা বেড়েছে এবং অনেক ঘটনাই রিপোর্ট করা হচ্ছে না। এদিকে, পুলিশ বিভাগের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, নিগ্রহের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
নিউ সাউথ ওয়েলস ব্যুরো অফ ক্রাইম স্টাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ ডাটা থেকে দেখা যায়, দু’বছর সময়কালে পারিবারিক সহিংসতা ৪.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডমেস্টিক ভায়োলেন্স নিউ সাউথ ওয়েলসের অন্তর্বর্তীকালীন চিফ একজিকিউটিভ ডালিয়া ডোনোভান বলেন,
“এসব তথ্য-উপাত্ত বিপদশঙ্কাপূর্ণ; তবে অপ্রত্যাশিত নয়।” কারণ, গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক মহামারি, প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক মন্দার মতো বড় বড় ঘটনার সময়ে পারিবারিক সহিংসতা বৃদ্ধি পায়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মিজ ডোনোভান বলেন,
“কোভিড-১৯ এর ফলে সামাজিক বিচ্ছিন্নতা এবং ঘরে অবস্থান করার কারণে সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য সহায়তা চাওয়ার সুযোগ অনেক কমে গেছে। এর ফলে, পুলিশের কাছে যত রিপোর্ট করা হয়, প্রকৃত ঘটনার সংখ্যা তার চেয়েও বেশি।”
তিনি আরও বলেন, পারিবারিক সহিংসতা বন্ধে যে-সব সমর্থক-গোষ্ঠী কাজ করছে, তাদের সামনের সারির কর্মীদের মতামত নিয়ে কৌশল নির্ধারণ করতে হবে।
“মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়কালে কাউন্সেলিং এবং সেফটি প্লানিংয়ের মতো সার্ভিসগুলোর জন্য চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে।”
“দুঃখজনকভাবে, কেসগুলোর জটিলতা এবং তীব্রতাও এ সময়ে বৃদ্ধি পেতে দেখেছেন তারা।”
প্রাপ্ত তথ্য-উপাত্ত থেকে দেখা যাচ্ছে, পারিবারিক সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট আক্রমণের ঘটনা যৌন-নিপীড়ন, আগ্নেয়াস্ত্র ব্যতীত অন্য অস্ত্রসহ দস্যুতা-সহ তিনটি বড় ধরনের আক্রমণের ক্যাটাগরির মধ্যে পড়ে, যেগুলো গত ২৪ মাসের মধ্যে বৃদ্ধি পেয়েছে।সিডনির উত্তর-পশ্চিম অঞ্চলের বৌকহ্যাম হিলস এবং হকসবেরি এলাকায় পারিবারিক সহিংসতার ঘটনা রেকর্ড-সংখ্যক ৩৮.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পরে রয়েছে ৩১ শতাংশ বৃদ্ধি নিয়ে সিডনির দক্ষিণাঞ্চলের সাদারল্যান্ড শায়ার।
Flowers at a domestic violence vigil Source: AAP
BOCSAR একজিকিউটিভ ডাইরেক্টর জ্যাকি ফিটজেরাল্ড বলেন, এপ্রিল ২০১৮ থেকে মার্চ ২০১০ পর্যন্ত নিউ সাউথ ওয়েলস পুলিশ ফোর্স ক্রাইম রিপোর্টের এসব তথ্য-উপাত্ত থেকে কোভিড-১৯ পূর্ববর্তী প্রবণতাগুলো প্রতিফলিত হচ্ছে।
এক বিবৃতিতে তিনি বলেন,
“আমরা জানি যে, জন-দূরত্ব বজায় রাখার নিয়মগুলো, যেগুলো চালু করা হয়েছে কোভিড-১৯ বৈশ্বিক মহামারির প্রতিক্রিয়ায়, এগুলোর তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে নিউ সাউথ ওয়েলস ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের উপরে।”
আপনি কিংবা আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি যৌন নিপীড়ন, পারিবারিক কিংবা ঘরোয়া সহিংসতার শিকার হন, তাহলে কল করুন 1800RESPECT কিংবা 1800 737 732 নম্বরে কিংবা ভিজিট করুন . জরুরি অবস্থায় কল করুন 000 নম্বরে।