প্রধানমন্ত্রী স্কট মরিসন গত সেপ্টেম্বরে এজড কেয়ার সেক্টরে একটি রয়েল কমিশন ঘোষণা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে বয়স্ক পরিচর্যা কেন্দ্রগুলোতে বসবাসরত প্রতিবন্ধী তরুণদেরও অন্তর্ভুক্ত করা হবে।
সে সময় তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে তদন্ত বাড়ানোর আহ্বানে সাড়া দেন নি।
কিন্তু মে নির্বাচনের প্রচারের আগে শেষ মুহূর্তে সরকার প্রতিবন্ধী-কেন্দ্রিক রয়েল কমিশন গঠনের পক্ষে ভোট দিয়েছিল।
গ্রীনস সিনেটর জর্ডন স্টিল-জন এই কমিশনের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করার পরে ফেব্রুয়ারিতে লেবারের সহায়তায় তা পাশ হয়।
সিনেটর স্টিল-জন বলেছেন, অস্ট্রেলিয়া জুড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এটি একটি ওয়াটার-শেড মোমেন্ট বা সন্ধিক্ষণ।
উপরের অডিও প্লেয়ারটি ক্লিক করে বাংলায় পুরো প্রতিবেদনটি শুনুন