কোভিড-১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসের রিজিওনাল টাউন কাওরা লকডাউনে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২০ সেপ্টেম্বর, ২০২১ এর আপডেট এটি।

Cowra township, Lachlan River Valley (from hill)

The regional town of Cowra in NSW. Source: Getty Images/ The Image Bank RF

  • বিকাল পাঁচটা থেকে লকডাউনে কাওরা।
  • ভিক্টোরিয়ায় হাজার হাজার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে।
  • এসিটি-তে ১২-১৫ বছর বয়সীদের জন্য ফাইজার বুকিং চালু হয়েছে।
  • নর্দার্ন টেরিটোরিতে একজন ভ্রমণকারীর করোনা-পজেটিভ সনাক্ত।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ৯৩৫টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে এবং চার জনের মৃত্যু হয়েছে। বর্তমানে টিকা গ্রহণের উপযুক্ত ৫২.৭ শতাংশ বাসিন্দা পুরোপুরিভাবে ভ্যাকসিন নিয়েছেন।

কাওরা-তে নয় বছর বয়সী এক বালকের কোভিড-১৯ ধরা পড়েছে এবং বেশ কয়েকটি এক্সপোজার সাইট তালিকাভুক্ত হয়েছে। নিউ সাউথ ওয়েলসের এই রিজিওনাল টাউনটিতে বিকাল পাঁচটা থেকে লকডাউন জারি করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর থেকে যারা কাওরাতে ছিলেন, তাদেরকে বলা হয়েছে “ঘরে অবস্থান করার শর্ত মেনে চলতে”। সেখানে সংক্রমণের উৎস সম্পর্কে এখনও জানা যায় নি।

ফার ওয়েস্টার্ন সিডনির ডেয়ারটনে পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ভাইরাসের অবশেষ সনাক্ত করা হয়েছে।

টিকার জন্য বুক করুন

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত ৫৬৭টি নতুন কেস সনাক্ত করা হয়েছে এবং এক জনের মৃত্যু হয়েছে।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, সেখানে ৪,৮০০ টি অ্যাস্ট্রা জেনিকা এবং ২,০০০ এরও বেশি ফাইজার ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট খালি আছে। ফাইজার ভ্যাকসিনের জন্য অপেক্ষা না করার পরামর্শ দেন তিনি।

আপনার নিকটবর্তী ভ্যাকসিনেশন সেন্টারের জন্য

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি

এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত সাতটি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে। চিফ মিনিস্টার অ্যান্ড্রু বার বলেন, টিকা গ্রহণের উপযুক্ত বাসিন্দাদের ৫৫ শতাংশ এখন দুই ডোজ করে কোভিড টিকা গ্রহণ করেছেন।

১২ থেকে ১৫ বছর বয়সী শিশুরা এখন সরকারিভাবে পরিচালিত টিকাদান কেন্দ্রগুলোতে ফাইজার ভ্যাকসিনের জন্য বুক করতে পারবে।

কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য বুক করতে দেখুন

অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়

  • নর্দার্ন টেরিটোরিতে এক ব্যক্তির কোভিড-১৯ সনাক্ত। ব্রিসবেন এয়ারপোর্ট দিয়ে তিনি সেখানে গিয়েছেন।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 20 September 2021 1:51pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends