কোভিড-১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসের কোভিড হটস্পটগুলোয় বিধিনিষেধ শিথিল হচ্ছে, ভিক্টোরিয়ার লক ডাউন থেকে বেরিয়ে আসার রোডম্যাপ ঘোষণা

অস্ট্রেলিয়ার করোণাভাইরাস পরিস্থিতি নিয়ে ১৯ সেপ্টেম্বর, ২০২১ এর আপডেট

VIC CORONAVIRUS COVID19

Watu wachangia chakula katika eneo la Albert Park Lake mjini Melbourne, Jumapili, Septemba 19, 2021. Source: AAP/DANIEL POCKETT

  • উদ্বেগজনক স্থানীয় প্রশাসন এলাকায় বিধিনিষেধ শিথিল ঘোষণা করেছেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার।
  • লক ডাউন থেকে রাজ্যকে উন্মুক্তকরণের কৌশল প্রকাশ করেছে ভিক্টোরিয়া ।
  • এসিটিতে ১৭ জন নতুন স্থানীয়ভাবে সংক্রমিত ।
  • কুইন্সল্যান্ডে দৈনিক টিকাকরনের নতুন রেকর্ড ।

নিউ সাউথ ওয়েলস

এনএসডব্লিউ স্থানীয়ভাবে ১০৮৩ টি নতুন কেস এবং আরও ১৩  জনের মৃত্যু রেকর্ড করেছে।

২০ সেপ্টেম্বর সোমবার থেকে সকল উদ্বেগজনক প্রশাসনিক এলাকায় (এরিয়া অফ কনসার্ন) সিডনীর বাকি এলাকার বিধিবিধান প্রযোজ্য হবে — ঘোষণা দিয়েছেন প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান; তবে অনুমোদিত অপরিহার্য্য কর্মীদের শর্তাবলী মেনে আগের মত ভ্রমণের অনুমতিপত্র সাথে রাখতে হবে।

যথাযোগ্য কোভিড নিরাপত্তা মেনে রাজ্যের আউটডোর পাবলিক পুল ২৭ সেপ্টেম্বর সোমবার থেকে খোলা যাবে। 

রাজ্যের টিকা পাওয়ার যোগ্য জনসংখ্যার মধ্যে  ৮১.৯ শতাংশ বাসিন্দা এক ডোজ ভ্যাক্সিন এবং ৫১.৯ শতাংশ এখন পুর্ন ডোজ ভ্যাক্সিন প্রাপ্ত হয়েছেন। 

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয়ভাবে ৫০৭ জন নতুন সংক্রমিত রোগী এবং একজনের মৃত্যু রেকর্ড করেছে। 

প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ লক ডাউন-কারফিউ পরিস্থিতি থেকে উত্তরণে ৫ ধাপের রোডম্যাপ প্রকাশ করেছেন। রাজ্যের ৭০ শতাংশ উপযুক্ত বাসিন্দা সম্পূর্ন ডোজ টিকা প্রাপ্ত হলে লক ডাউন সমাপ্ত হবে। আশা করা হচ্ছে ২৬ অক্টোবর নাগাদ এই লক্ষ্য অর্জিত হবে। মিস্টার এন্ড্রুজ এর ভাষ্যমতে, 

"আমরা পুনরায় মুক্ত হবো, এবার আর পিছন ফিরে তাকাবো না।"

এই রোডম্যাপ অনুযায়ী, ৮০ ভাগ জনগোষ্ঠী টিকা নিলে রাজ্যের অবরুদ্ধতা কাটবে এবং ক্রিসমাসে ৩০ জন পর্যন্ত দর্শনার্থী বাসায় আসতে পারবেন। 

সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যের টিকা পাওয়ার উপযুক্ত নাগরিকদের ৭১.২ ভাগ একটি ডোজ নিয়েছেন এবং ৪৩.৫ ভাগ নিয়েছেন সবগুলো ডোজ। 

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

  • এসিটিতে ১৭ জন নতুন স্থানীয়ভাবে সংক্রমিত। তার মধ্যে ১২ জন ছোঁয়াচে অবস্থায় কিছু সময় পর্যন্ত কমিউনিটিতে অবস্থান করেছেন। 
  • কুইন্সল্যান্ড দৈনিক টিকাকরনের নতুন রেকর্ড গড়েছে। গতকাল রাজ্যের ৩১০০৪ জন বাসিন্দা টিকা নিয়েছেন। এ পর্যন্ত রাজ্যের ৫৯.৩৪ ভাগ বাসিন্দা প্রথম ডোজ টিকা নিয়েছেন।             

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on 


Share
Published 19 September 2021 3:35pm
Updated 19 September 2021 6:58pm
By SBS/ALC Content
Presented by Pychimong Marma
Source: SBS


Share this with family and friends