কোভিড -১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলস রাজ্যজুড়ে ইন্ডিজেনাস কমিউনিটির মধ্যে ঝটিকা টিকাদান, ভিক্টোরিয়ায় সংক্রমণ কেইসের নতুন রেকর্ড

অস্ট্রেলিয়ার করোণাভাইরাস পরিস্থিতি নিয়ে ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ এর আপডেট

Sydney Indigenous COVID vaccination

Australian Wiradjuri elder and Indigenous rights activist Aunty Jenny Munro gestures after receiving a Covid-19 vaccine at a pop-up vaccination clinic... Source: AAP/Dan Himbrechts

  • নিউ সাউথ ওয়েলস রাজ্যজুড়ে ইন্ডিজেনাস কমিউনিটির মধ্যে ঝটিকা টিকাদান চলছে।
  • মেলবোর্ন শহরের কেন্দ্রস্থলে জনপরিবহন স্থগিত।
  • মডার্না টিকার প্রথম চালান অস্ট্রেলিয়ায় পৌঁছেছে।
  • চল্লিশ হাজার পূর্ণ ডোজ টিকাদানের মাইলফলক ছুঁয়েছে কুইন্সল্যান্ড ।

নিউ সাউথ ওয়েলস

এনএসডব্লিউ স্থানীয়ভাবে ১,৩৩১ টি নতুন কেস এবং আরও ৬  জনের মৃত্যু রেকর্ড করেছে, এই মুহুর্তে ১২১৯ জন কোভিড আক্রান্ত রোগী হাসপাতালে আছেন। 

এনএসডব্লিউ হেলথ এর ডক্টর ম্যাকেনাল্টির বরাতে জানা গেছে, রাজ্যের উপযুক্ত জনসংখ্যার ৮১.২ শতাংশ বাসিন্দা এক ডোজ ভ্যাক্সিন এবং ৫০.৬ শতাংশ এখন পুর্ন ডোজ ভ্যাক্সিন গ্রহণ করেছেন।

চলতি সপ্তাহান্তে রাজ্যের আদিবাসীদের উদ্দেশ্যে ঝটিকা টিকাদান কর্মসূচি চলছে। রাজ্যের ক্লিনিকগুলোতে১২ বছরের উর্ধ্বে সকল আদিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে ফাইজার টিকা দেওয়া হচ্ছে।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয়ভাবে ৫৩৫ জন নতুন রোগী এবং একজনের মৃত্যু রেকর্ড করেছে। তাদের মধ্যে ৬২ জন জ্ঞাত উৎস বা কেস এবং প্রাদুর্ভাব সংশ্লিষ্ট । 

লক ডাউন বিরোধীদের বিক্ষোভ কর্মসূচী বানচাল করতে মেলবোর্ন সিবিডি অভিমুখী সকল জনপরিবহন ছয় ঘন্টা বন্ধ রাখা হয়েছিলো।

কেবল অপরিহার্য কর্মীরাই শহরের কেন্দ্রীয় বানিজ্যিক এলাকায় যেতে পারবেন— এ মর্মে সতর্কতা নোটিশ দিয়েছে ভিক্টোরিয়ার জনপরিবহন বিভাগ।

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

  • এসিটি ১৫টি নতুন সংক্রমণ কেস রেকর্ড করেছে, তার অন্তত সাতজন ছোঁয়াচে অবস্থায় কমিউনিটিতে কিছু সময় অবস্থান করেছেন।
  • জনসংখ্যার ৪০.৫৪ ভাগ যোগ্য বাসিন্দা পূর্ণ ডোজ টিকাপ্রাপ্ত হবার মাইলফলক ছুঁলো কুইন্সল্যান্ড।
  •  মডার্ণা টিকার প্রথম চালান অস্ট্রেলিয়া পৌঁছেছে। চলতি সপ্তাহান্ত থেকে দেশে এক মিলিয়ন ডোজ বিতরণ হবে।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 18 September 2021 3:23pm
Updated 18 September 2021 3:26pm
By SBS/ALC Content
Presented by Pychimong Marma
Source: SBS


Share this with family and friends