ডিপার্টমেন্ট অফ এম্প্লয়মেন্টের ট্রাফিক লাইট বুলেটিন থেকে দেখা যায় যে তারা ১১টি পেশাকে অকুপেশন লিস্ট থেকে বাদ দেয়ার সুপারিশ করেছে (লাল রঙে চিহ্নিত করা হয়েছে), পেশাগুলো হচ্ছে ক্যারিয়ার কাউন্সেলর, ভেহিক্যাল ট্রিমার, বিজনেস মেশিন মেকানিক, এনিম্যাল এটেন্ডেন্টস এন্ড ট্রেইনার, গার্ডেনার, হেয়ারড্রেসার, উড মেশিনিস্ট, মেসেজ থেরাপিস্ট, কমিউনিটি ওয়ার্কার, ডাইভিং ইন্সট্রাক্টর এবং জিমন্যাস্টিক্স কোচ।
অকুপেশন লিস্টে যে চারটি পেশা অন্তর্ভুক্ত করতে (সবুজ রঙ চিহ্নিত) সুপারিশ করা হয়েছে, সেগুলো হচ্ছে কর্পোরেট ট্রেজারার, এজেড অর ডিসএবলড কেয়ারার, নার্সিং সাপোর্ট ওয়ার্কার, এবং পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট।
এছাড়া ১৭টি পেশা কে কমলা রঙে চিহ্নিত করে সুপারিশ করা হয়েছে যে এই পেশাগুলো হয়তো বাদ পড়তে বা অন্তর্ভুক্ত হতে পারে; তবে ফলাফল জানা যাবে রিভিউয়ের পরে।
এছাড়া ছয়টি পেশার বেতন কাঠামোতে শর্তারোপের সুপারিশ করা হয়েছে।
এই বিষয়ে রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট মিঃ কাউসার খান বলেন, " এই ট্রাফিক লাইট বুলেটিন ডিপার্টমেন্ট অফ এমপ্লয়মেন্ট তৈরী করে তাদের কোন পেশায় কত কর্মী প্রয়োজন সে সংখ্যার ভিত্তিতে। এর মানে এই নয় যে এই লিস্টিই চূড়ান্ত। তবে এর ভিত্তিতে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন তাদের স্কিল অকুপেশন লিস্ট হালনাগাদ করে থাকে। তবে লাল রঙে চিহ্নিত পেশাগুলির বাদ পড়ার সম্ভাবনা আছে।"
রিভিউয়ের জন্য সুপারিশ করা এই লিস্টের সবচেয়ে লক্ষণীয় হচ্ছে এজেড অর ডিসএবলড কেয়ারার, নার্সিং সাপোর্ট ওয়ার্কার এবং পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট পেশাগুলোর জন্য সুপারিশ। অনেকদিন ধরেই এই খাতে কর্মী সংকট চলছে এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর দাবি ছিল এই পেশাগুলোকে স্কিল অকুপেশন লিস্টে অন্তর্ভুক্ত করার। বিশেষ করে অস্ট্রেলিয়ায় প্রবীণদের সংখ্যা বাড়ছে, তাই এজেড কেয়ার খাতে প্রয়োজন অনেক কর্মীর।
তবে ডিপার্টমেন্ট অফ এম্প্লয়মেন্ট থেকে বলা হয়েছে এই ট্রাফিক লাইট বুলেটিনটি আলোচনার উদ্দেশ্যে তৈরী করা হয়েছে এবং এটা সরকারের সিদ্ধান্ত প্রতিনিধিত্ব করে না।
আরো দেখুন: