সেন্টারলিঙ্ক থেকে অর্থ-সাহায্যের জন্য যারা আবেদন করছেন তাদের পার্টনারের উপার্জন বছরে ৭৯,০০০ ডলার হলেও তারা উপযুক্ত বলে বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা করেছেন।
স্কট মরিসন বলেন, পার্টনারের বার্ষিক আয়ের এই সীমা ইতোপূর্বে বার্ষিক ৪৮,০০০ ডলার ছিল। সরকার তা বাড়িয়ে ৭৯,০০০ ডলারে নিয়ে গেছে। ফলে করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর সময়ে আরও বেশি সংখ্যক অস্ট্রেলিয়ান আর্থিক সহায়তা লাভ করবে।
এই পরিবর্তনের মানে হলো, একজন আবেদনকারীর ওয়েলফেয়ারের হার প্রভাবিত হবে না যদি না তার পার্টনারের উপার্জন বার্ষিক ৭৯,৭৬২ ডলারের বেশি হয়।
অস্ট্রেলিয়ানদেরকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং পরিবারের সদস্য ছাড়া অন্যদের সঙ্গে হলে দু’জনের বেশি একত্রিত হওয়া যাবে না।
আপনি যদি মনে করেন যে, আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে আপনার ডাক্তারকে কল করুন। ডাক্তারের কাছে যাবেন না। আপনি ন্যাশনাল করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইনেও কল করতে পারেন এই নম্বরে: 1800 020 080
আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।
আপনার ভাষায় কোভিড-১৯ এর সর্বশেষ আপডেট জানাতে এসবিএস প্রতিশ্রুতিবদ্ধ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পাবেন। ভিজিট করুন: .
বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন: