সোশ্যাল ডিসটেন্স মেনে চলার ক্ষেত্রে হেয়ারড্রেসার ও বারবার শপগুলো কতটা নিরাপদ?

Hairdresser Shirin Akther

Source: Supplied

অস্ট্রেলিয়া সরকার করোনা ভাইরাসের সংক্রমণের হার কমাতে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিসটেন্স মেনে চলতে বলেছে। এই সংক্রমণ থেকে জনগণকে বাচাঁতে সরকার অনেক বিধিনিষেধ জারি করেছে। সোশ্যাল ডিসটেন্স মেনে চলার লক্ষ্যে জনসমাবেশের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যবসা-বাণিজ্যগুলোর উপর আরোপ করা হয়েছে নানা ধরনের কঠোর নিষেধাজ্ঞা। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিতে অপরিহার্য নয় এমন কিছু পরিষেবা ও আমোদ-প্রমোদের স্থান-সহ অন্যানো বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। তবে সরকারি ঘোষণায় হেয়ারড্রেসার ও বারবার শপগুলো খোলা থাকবে। এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনির লাকেম্বার বাংলাদেশী অস্ট্রেলিয়ান মালিকানাধীন এমন একটি হেয়ারড্রেসার ও বারবার শপের পরিচালক শিরিন আক্তার মুন্নি। শিরিন আক্তার মুন্নির সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।



Share