স্ট্রবেরিতে সুঁই পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে ভিক্টোরিয়ার একটি এলডি শপ থেকে কেনা আঙ্গুরের মধ্যে সুঁই পাওয়ার অভিযোগ উঠেছে।
ক্লোই শ তার ফেসবুকে গত রবিবার একটি পোস্টে বলেন, তিনি এটি তার নজরে পড়ে এবং তিনি রিটেইলার ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
তিনি তার ফেসবুকে সবুজ আঙ্গুরের মধ্যে সুঁইসহ দুটি ছবি পোস্ট করেন এবং লিখেন,
"Grapes I purchased today from ALDI Caroline Springs. Please check all your grapes before eating especially if you're giving them to your kids,"
(ক্যারোলিন স্প্রিঙ্গস-এর এলডি থেকে আজ আমি (এসব) আঙ্গুর কিনেছি। খাওয়ার আগে সমস্ত আঙ্গুর দেখে নিন, বিশেষত শিশুদেরকে দেওয়ার আগে অবশ্যই দেখবেন।)”
এ নিয়ে তদন্ত চলছে বলে ভিক্টোরিয়া পুলিস নিশ্চিত করেছে। তাদের একটি স্টেটমেন্টে বলা হয়েছে,
“কমিউনিটিকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, কেউ যদি কোনো খাদ্যদ্রব্যে দূষণ ঘটায় তাহলে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হবে, যার সাজা জরিমানাসহ দশ বছর পর্যন্ত জেল।”
গত সোমবার এক লাইনের একটি স্টেটমেন্ট দেয় এলডি। এতে বলা হয়েছে,
“ইচ্ছাকৃতভাবে খাদ্যদ্রব্য দূষিত করা অপরাধ। রিপোর্ট করা যাবতীয় ঘটনা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কাজ করছি।”
স্ট্রবেরিতে সুঁই পাওয়ার ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছিল। এর দুই সপ্তাহ পরে আঙ্গুরের মাঝে সুঁই থাকার ঘটনা ঘটে।