"গান গাওয়াই হলো আমার মূল লক্ষ"

Bangla song

Aritri Das with Abu Reza Arefin Source: Supplied

কলকাতার তরুণ সংগীত শিল্পী অরিত্র দাস গুপ্ত জি বাংলাসহ বিভিন্ন প্লাটফর্মে গান গেয়ে সুনাম কুড়িয়েছেন। তিনি বর্তমানে অস্ট্রেলিয়া ভ্রমণ করছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন। তার সহকর্মী শুভাশীষ দত্তকে নিয়ে এসবিএস বাংলার স্টুডিওতে শ্রোতাদের উদ্দেশ্যে গান নিয়ে কথা বলেছেন নির্বাহী প্রযোজক আবু রেজা আরেফিনের সাথে।


অরিত্রি বলেন, " ভবিষ্যতে গান গাওয়াই হবে আমার মূল পেশা।সময় পেলে গানে সুর করা বা গানের কথাও লিখতে চেষ্টা করবো।"
"আমি যেমন বিখ্যাত শিল্পী মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় তাদের গান শুনে এবং গেয়ে বোরো হয়েছি, তেমনি চাই ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমারটা শুনে বড় বড় হয়।এটা আমার স্বপ্ন।"

আরো পড়ুন:
অস্ট্রেলিয়া সফরে আসছে কলকাতার বাংলা ব্যান্ড চঁন্দ্রবিন্দু

অস্ট্রেলিয়া সফরে আসছে কলকাতার বাংলা ব্যান্ড চঁন্দ্রবিন্দু



মঞ্চে এবং ষ্টুডিও উভয় প্লাটফর্মে গান গেয়ে অভ্যস্ত অরিত্রি বলেন, মঞ্চে দর্শকদের সামনে গান গাওয়া এবং স্টুডিওতে গান রেকর্ডিং আলাদা বিষয় এবং তা ভিন্ন আবেদন তৈরী করে। তবে মঞ্চে শ্রোতাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়।   

পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন 


Share