ক্যানবেরায় বিনোদনের জন্য বৈধ হচ্ছে গাঁজা

Cannabis plants

A cannabis plant. Source: Supplied

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিতে সম্প্রতি বিনোদনের জন্য গাঁজার ব্যক্তিগত ব্যবহার বৈধতা পেয়েছে। ১৮ বছরের বেশি বয়সী ব্যক্তিরা সর্বোচ্চ ৫০ গ্রাম গাঁজা সঙ্গে রাখতে পারবেন। একই উদ্দেশ্যে বাড়িতে দুটি গাঁজা গাছ রাখারও অনুমতি দেওয়া হয়েছে। হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ওয়ার্কার ড. শম্পা বড়ুয়া এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে।


সম্প্রতি ক্যানবেরায় বিনোদনের জন্য গাঁজার ব্যক্তিগত ব্যবহার বৈধতা পেয়েছে। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি বিচারবিভাগীয় পরিষদে এ সংক্রান্ত বিল পাশ হয়েছে গত বুধবার। আইনটি কার্যকর হবে ৩১ জানুয়ারি ২০২০ থেকে।

এ বিষয়টি বাংলাভাষী সম্প্রদায়ের উপর কী রকম ভূমিকা রাখবে এ প্রসঙ্গে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ওয়ার্কার ড. শম্পা বড়ুয়া।

“অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি ব্যবহৃত নেশাকর দ্রব্য হলো গাঁজা। যুবসমাজের মধ্যেই এর ব্যবহারটা সবচেয়ে বেশি।”

“যুবসমাজের মধ্যে এর ব্যবহার দিন-দিন বেড়েই চলেছে।”

তিনি মনে করেন এর ফলে গাঁজা আরও সুলভ হয়ে যাবে। এর সহজপ্রাপ্যতার কারণে যুবসমাজে এর ব্যবহার বেশি বলে ধারণা করা হয়।

তার মতে, এর সঙ্গে মানসিক স্বাস্থ্যের একটি যোগসূত্র রয়েছে।

যুবসমাজকে এত্থেকে রক্ষা করার জন্য কী করণীয় এ সম্পর্কে ড. বড়ুয়া বলেন,

“আমার মনে হয়, আমাদের কমিউনিটি মেম্বারদেরকে, মা-বাবাকে, তাদের সন্তানের দিকে একটু নজর বাড়াতে হবে। তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে এই সমস্যা নিয়ে একটু আলোচনা করতে হবে, খোলাখুলি।”

তিনি বলেন, “আমাদের সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই।”
Shampa Barua
Health and Welfare worker Dr Shampa Barua. Source: Supplied
ড. শম্পা বড়ুয়ার সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Listen to Shampa Barua's full interview (in Bangla) with the audio player above.

Follow SBS Bangla on .

Share