বিসিএএম-এর এই অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে রাশেদ সরকার এবং সুমন মাজহার এসবিএস বাংলাকে জানিয়েছেন, অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী কনক চাঁপা এবং অস্ট্রেলিয়ার স্থানীয় অন্যান্য শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
রাশেদ সরকার বলেন, "এই ইভেন্টটি ভিক্টোরিয়ায় মোটর নিউরন ডিজিজেস (MND) গবেষণা ইনস্টিটিউটকে সহায়তা করতে এবং কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের সাম্প্রতিক বন্যা দুর্গতদের সাহায্যার্থে নিবেদন করা হয়েছে।"
নবগঠিত বিসিএএমের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, "ভিক্টোরিয়াতে বসবাসকারী সকল বাংলাদেশী কমিউনিটির অগ্রগতির জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। বিসিএএম স্বেচ্ছাসেবক এবং সমাজকর্মীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক দাতব্য সংস্থা।"
READ MORE
সিডনির অ্যাশফিল্ডে বইমেলা অনুষ্ঠিত
সুমন মাজহার বলেন, বিসিএএম যেখানেই সম্ভব সবার পাশে দাঁড়াবে। এজন্য তারা বাংলাদেশী কমিউনিটির সক্রিয় সমর্থন কামনা করে। “কমিউনিটির উন্নতি এবং অগ্রগতির জন্য কেউ কিছু করতে চাইলে সে সম্পর্কে তাদের চিন্তাভাবনা প্রকাশ করতে সংগঠনটি দৃঢ়ভাবে উত্সাহিত করে।"
তিনি আরও বলেন, "আমাদের সংগঠনের জন্য যা অনুদান সংগৃহীত হবে তা বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য দেয়া হবে। সেইসাথে ভিক্টোরিয়ার একটি আইকনিক কমিউনিটি হিসেবে প্রতিনিধিত্ব করতে বাংলাদেশী সংস্কৃতি, ঐতিহ্য, সঙ্গীত, শিল্প এবং খেলাধুলার প্রসারেও ভূমিকা রাখবে।"
সুমন মাজহার বলেন, বিসিএএম বিশ্বাস করে যে, আমাদের পরবর্তী প্রজন্মকে বৃহত্তর সম্প্রদায়ের সাথে একীভূত করার জন্য আমাদের সম্প্রদায়ের নারী এবং যুব-উন্নয়নের উপর ফোকাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এই দুটি ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আয়োজকরা আরো জানিয়েছেন, এই ইভেন্টে কোন প্রবেশ ফী নেই। ইভেন্টে মোটর নিউরন ডিজিজেস (MND) রিসার্চ ইনস্টিটিউট ভিক্টোরিয়ার জন্য এবং কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের সাম্প্রতিক বন্যা দুর্গতদের সাহায্যার্থে অনুদান দিতে অনুরোধ করা হয়েছে।
এই অনুষ্ঠানে যেসব শিল্পী ও সংগঠন সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন তাদের মধ্যে আছেন কনক চাঁপা, মৃণাল কান্তি দাস, রাজা বশির, হিমানি মজুমদার, পারভিন সুলতানা, নুরিন চৌধুরী, রায়হানা শারমিন মিশু, চমক হাসনাইন, ধূমকেতু ব্যান্ড সিডনি, ওভারড্রাইভ এবং ফ্রেন্ডস-মেলবোর্ন।
এছাড়া ফ্যাশন শো, বুটিক, গহনা এবং অন্যান্য আইটেমের পাশাপাশি ঐতিহ্যবাহী বৈশাখী খাবার এবং অন্যান্য খাবারের বিভিন্ন স্টলও থাকবে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: