কলকাতা বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশ

বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করেই কলকাতার বইমেলায় এবারের বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করেই কলকাতার বইমেলায় এবারের বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে। Source: Partha Mukhopadhyay

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে থিম কান্ট্রি করে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ। এবারের বইমেলায় বাংলাদেশের থিম, মুজিব চিরন্তন।


১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে প্রদত্ত বঙ্গবন্ধুর ভাষণ ছিল মূলত, স্বাধীনতার ডাক, সশস্ত্র মুক্তিযুদ্ধের আহবান এবং অনুপ্রেরণা। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো বঙ্গবন্ধুর এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুজিববর্ষে তাই বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করেই এবারের বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে। বইমেলায় প্রথম সেমিনারের বিষয় ছিল, রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তাঁর তিনটি বই। মূল আলোচক ছিলেন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি বইয়ের উপর আলোচনা করেন কবি তারিক সুজাত, বাংলাদেশ মুক্তিযুদ্ধ কভার করা সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত ও অধ্যাপক চিন্ময় গুহ। সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।
Kolkata Book Fair
Source: Partha Mukhopadhyay
দ্বিতীয় সেমিনারের বিষয় ছিল, বাংলাদেশ-ভারত বই বিনিময় ও বিপণনঃ সমস্যা ও সম্ভাবনা। মূল আলোচক ছিলেন ইউনিভাসিটি প্রেস লিঃ, বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক, মাহরুখ মহিউদ্দিন, কলকাতার পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়। দ্বিতীয় দিন বাংলা ওয়ার্ল্ড ওয়াইড-এর আয়োজনে হয়, বাংলাদেশ: সংগ্রাম, সিদ্ধি, মুক্তি বই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও আলোচনা অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আরমা দত্ত, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতার উপ-হাইকমিশনার তৌফিক হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও প্রাবন্ধিক পবিত্র সরকার। শিক্ষা সফরের অংশ হিসাবে কলকাতায় আসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিক্ষানবীশ কর্মকর্তারা বইমেলা ঘুরে দেখেন। করুণাময়ীর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত।
Kolkata Book Fair
Source: Partha Mukhopadhyay
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share