স্যামুয়েল উইলিয়াম ডেভিডসন নামের ওই ২৯ বছর বয়স্ক চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, পুলিশ সূত্রে জানা গেছে তার রক্তে এলকোহলের মাত্রা ছিল ০.১৫০ যা অনুমোদিত সীমার চেয়ে তিনগুন বেশি। শনিবার রাতেই তাকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে চারজনকে হত্যা, বিপজ্জনক, খামখেয়ালিপূর্ণ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।
পারামাটা বেইল কোর্টে তার শুনানি হলেও তিনি কোর্টে আসেননি এবং জামিনেরও আবেদন করেননি। তাকে পারামাটা লোকাল কোর্টে আগামী ২রা এপ্রিলে হাজির করা হবে।হতভাগ্য শিশুরা একই পরিবারের সদস্য ছিল। তাদের মধ্যে ৮, ১২ এবং ১৩ বছরের তিনজন আপন ভাইবোন, ১১ বছরের অপর শিশুটি ছিলো তাদের কাজিন। তাদের সাথে থাকা আহত একজনের আঘাত গুরুতর হলেও তার অবস্থা স্হিতিশীল, আহত অপর দুজন সামান্য আঘাত পায়।
ওটল্যান্ড কমুনিটির সদস্যরা রোববার ঘটনাস্থলে ফুল দিয়ে তাদের শোক প্রকাশ করে Source: AAP
নিহত তিন শিশুর বাবা ড্যানি আবদাল্লাহ রোববার গণমাধ্যমকে বলেন, তার হৃদয় ভেঙে গেছে।
"আমি জানি না কি বলবো। আমি অসাড় হয়ে গেছি, আমি এখন এটাই অনুভব করছি। আমি বলবো যে যারা গাড়ি চালান, দয়া করে সাবধানে চালান।"
"এই শিশুরা নিষ্পাপভাবে হেঁটে যাচ্ছিলো, একজন আরেকজনের সাথে আনন্দ করছিলো ... আর আমি সকালে উঠলাম এবং আমার তিনটি বাচ্চা নেই।"ভারপ্রাপ্ত সহকারী কমিশনার জেসন জয়েস বলেন, ওই চালক দুর্ঘটনার পর পুলিশ আসা পর্যন্ত ঘটনাস্থলেই ছিলেন, এবং জানা গেছে যে তার গাড়ির যাত্রী শিশুদের সাহায্য করছিলেন।
নিহত তিন শিশুর বিপর্যস্ত মা লায়লা গিগি ঘটনাস্থলে ফুল দিচ্ছেন Source: AAP
ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ওটল্যান্ড কমুনিটির সদস্যরা রোববার ঘটনাস্থলে ফুল দিয়ে তাদের শোক প্রকাশ করে।
আরো পড়ুনঃ