গুরুত্বপূর্ণ দিকগুলি
- সিলেক্টিভ এন্ট্রি স্কুলগুলি ভিক্টোরিয়া, নিউসাউথ ওয়েস, কুইন্সল্যান্ড এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় অবস্থিত।
- এইসব স্কুলে ভর্তি হতে অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় পাস করতে হয়।
- বহুল আকাঙ্ক্ষিত এইসব স্কুলে ভর্তির শ্রেণি, পরীক্ষার তারিখ এবং ভর্তির যোগ্যতা স্টেট অনুযায়ী ভিন্ন হয়ে থাকে।
ভাল ফলাফলের জন্য শিক্ষার্থীদের উপর চাপ দেয়ার ফলে দীর্ঘমেয়াদে তাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে।
সিলেক্টিভ এন্ট্রি পাবলিক স্কুলে প্রতিভাধর শীক্ষার্থিদের জন্য কম খরচে উচ্চমানের শিক্ষার ব্যবস্থা রয়েছে।
তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে এইসব স্কুলে ভর্তির সুযোগ পাওয়া যায়। আসন সংখ্যা, পাঠক্রম, ভর্তির যোগ্যতা এবং ভর্তির শ্রেণি — এসব আবার রাজ্যভেদে আলাদা হয়ে থাকে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে একটিই সিলেক্টিভ স্কুল আছে যার নাম পার্থ মডার্ন স্কুল। সপ্তম শ্রেণিতে ২২৫ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় এই বিদ্যায়তনে। এখানে ভর্তি হতে হলে একাডেমিক সিলেক্টিভ এন্ট্রান্স টেস্ট নামক ভর্তি পরীক্ষায় পাস করতে হবে।
ভিক্টরিয়ায় চারটি বিশেষায়িত স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে মোট ১০০০টি আসনে ভর্তি নেওয়া হয়। মূলত পরীক্ষার ফলাফল এবং জুনিয়র সেকেন্ডারি স্কুলের অর্জনের ভিত্তিতে এইসব স্কুলে ভর্তি নেওয়া হয়। কোন একটি স্কুল থেকে পাঁচ শতাংশের বেশি ৮ম শ্রেণির ছাত্রছাত্রী এই চারটি স্কুলে গ্রহণ করা হয় না।
কুইন্সল্যান্ডে ৫ টি বিশেষায়িত স্কুল আছে আর আছে একটি আংশিক বিশেষায়িত স্কুল যেখানে নির্বাচিত শিক্ষার্থীরা আলাদাভাবে ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয়ের পাঠ নেয়।
নিউ সাউথ ওয়েলসে সর্বাধিক সংখ্যক বিশেষায়িত স্কুল রয়েছে। সেখানে আছে ২১ টি পূর্ণাংগ বিশেষায়িত স্কুল ও ২৬ টি আংশিক বিশেষায়িত স্কুল। এইসব স্কুলে ৪১৯৬টি আসনে সপ্তম শ্রেণিতে ভর্তি নেওয়া হয়।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
বিশেষায়িত উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
নিউ সাউথ ওয়েলস শিক্ষা বিভাগের প্রধান শিক্ষা কর্মকর্তা বেন নর্থ এর ভাষ্যমতে বিশেষায়িত স্কুলে শিক্ষালাভের চাহিদা অনেক।
৪৭টা স্কুল মিলে প্রায় চার হাজারটা আসনের জন্য শিক্ষা বিভাগের কাছে প্রায় ১৫০০০ এরও অধিক আবেদন জমা পড়ে।মিস্টার নর্থ আরো জানান, নিউ সাউথ ওয়েলস শিক্ষা বিভাগ ২০২১ সালে নতুন এক ধরনের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে যাতে চিন্তন দক্ষতা, গাণিতিক যুক্তি ও সমস্যা সমাধানের উপর গুরুত্ব দেয়া হয়েছে।
Source: GettyImages-1158012576 (1)
ভিক্টোরিয়ায় বিশেষায়িত স্কুল ভর্তি পরীক্ষা পাঁচটি বিষয়ে হয়ে থাকেঃ আক্ষরিক যুক্তি বা verbal reasoning, গাণিতিক যুক্তি, সৃজনশীল লেখা, গণিত এবং রিডিং কম্প্রেহেনশন।
মেলবোর্নের ওয়েরিবিতে অবস্থিত সুজেন কোরি হাই স্কুল একটি বিশেষায়িত হাই স্কুল। ভর্তি পরীক্ষায় সেরা ফলাফল করে ভর্তি হওয়া আদি জোশী এখন ১০ম শ্রেণিতে পড়ছে। ভর্তি পরীক্ষার দিন খুব নার্ভাস হয়ে পড়েছিলো বলে সে জানায়।
আমার মনে পড়ে, আমি খুব নার্ভাস ছিলাম সেদিন। আমার হাত কাঁপছিলো আর বুক ধড়ফড় করছিল।
“লেখালেখিতে আমি দুর্বল আর সেদিন আমার পরীক্ষায় একটা বেশ কঠিন লেখার বিষয় চলে আসে। বিষয়টা এরকমঃ দোকানের ভেতরে একটা রহস্যময় বস্তু আছে, সেটা আসলে কি বস্তু তা আমাদের বয়ান করতে হবে। এর জন্য আমাদের প্রাসঙ্গিক চারটা ছবি দেয়া হয়েছিলো। সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে আমাদের প্রশ্নের উত্তরটা বয়ান করতে হবে। আমি বলবো, এটাই ছিল আমার জন্য কঠিনতম প্রশ্ন।”
ভিক্টোরিয়ার বিশেষায়িত স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা (The Victorian Selective Entry High School Examination) প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত হয়, আর নিউ সাউথ ওয়েলসেরটা (The NSW Selective High School Placement Test) হয় মার্চ মাসে।
Image
শিখতে অনুপ্রাণিত করে এমন পরিবেশ
২০১৫ সালে ডক্টর মাজেদা আওয়াদেহ যখন অস্ট্রেলিয়ায় আসেন, তখন তিনি বিশেষায়িত স্কুলের বিষয়ে কিছুই জানতেন না। ফলে তার বড় মেয়ে বিশেষ স্কুলে ভর্তির আবেদন করেনি। পরে তার ছোট মেয়ে নিউ সাউথ ওয়েলসের একটি পূর্নাঙ্গ বিশেষ স্কুলে ভর্তির সুযোগ পায়।
ডক্টর মাজেদা বলেন, স্কুলের পরিবেশের একটা প্রভাব আছে যার ফলে সাধারণের তুলনায় ব্যাপক মাত্রায় পড়াশোনায় উদ্যোগী হতে দেখা যায়। নিজের ছোট মেয়ের মধ্যেই তিনি এই ব্যাপারটা লক্ষ্য করেছেন।
সুজেন কোরি হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র আদি যোশীও এতে একমত।
“এক দল সবচাইতে তুখোড় ছাত্রদের মধ্যে থাকতে পারাটা আমি পছন্দ করি। তাদের সাথে প্রতিযোগিতায় ভালো করতে গিয়ে নিজের ভালোটা বের করে আনতে হয়।”
সিলেকটিভ স্কুল শিক্ষার্থীদের জন্য কতটা ভাল?
ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনীর সহযোগী অধ্যাপক ক্রিস্টিন হো অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক, বিশেষ করে সিলেক্টিভ স্কুল নিয়ে গবেষণা করে আসছেন।
তিনি জানান, এই ধরনের বিশেষ স্কুলের বেশিরভাগ শিক্ষার্থীই অভিবাসী পরিবার থেকে এসেছে। তাদের অভিভাবকরা পড়ালেখার উপর খুব জোর দিয়ে থাকেন।
ভাল ফলাফলের জন্য দীর্ঘকাল ধরে শিশুর উপর চাপ দিতে থাকলে তা তাদের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করেন।
“ভাল ফলাফলের জন্য শিক্ষার্থীদের উপর চাপ দেয়ার ফলে দীর্ঘমেয়াদে তাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে।”
আবার একই সময়ে তারা যে অভিবাসী —এটা তারা মনের মধ্যে লালন করেন। আর অভিবাসী হবার কারণে সবার সমান সুযোগ পেতে তাদের সবার চাইতে বেশিই পরিশ্রম করতে হয়।২০১১ সালে ডক্টর মাজেদা একটি গবেষণামুখী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সেখানে বিভিন্ন বিষয়ে পাঠদানের পাশাপাশি নির্বাচিত বিশেষ স্কুলে ভর্তির জন্যও আলাদা টিউটরিং বা শিক্ষাদানের ব্যবস্থা আছে।
Source: Getty Images/Carol Yepes
নিউ সাউথ ওয়েলসের বিশেষ স্কুলগুলোয় ভর্তি পরীক্ষাকে সিলেক্টিভ প্লেসমেন্ট টেস্ট বলা হয়। ডক্টর মাজেদার প্রতিষ্ঠানে এই ভর্তি পরীক্ষার উদ্দেশ্যে এক বছরের একটি প্রস্তুতিমূলক কোর্স চালু আছে। তাঁর মতে এই কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাফল্যের হার ৮০ শতাংশ। যদিও তিনি স্বীকার করেন যে, তার প্রতিষ্ঠানে পড়তে আসা শিক্ষার্থীদের ৫০ ভাগই সাধারণ মানের হয়ে থাকে।
ডক্টর মাজেদা মনে করেন, পছন্দের তালিকায় তিনটি স্কুলকে মনোনীত করে প্রস্তুতি নিতে থাকলে সেই সন্তানের জন্য নির্বাচিত স্কুলে ভর্তির সম্ভাবনা বেড়ে যায়। এই ভর্তি যুদ্ধের প্রস্তুতিতে বাস্তব জ্ঞান থাকতে হবে, এবং হাল নাগাদ প্রাসঙ্গিক তথ্য জানতে হবে—এটাই আসল কথা।
স্কুল নির্বাচনের ক্ষেত্রে বাসা থেকে স্কুলের নৈকট্যকেই প্রাধান্য দেন নিউ সাউথ ওয়েলস শিক্ষা বিভাগের চিফ এডুকেশন অফিসার বেন নর্থ। শিক্ষার্থীদের যাতে প্রতিদিন অনেক দূর পেরিয়ে স্কুলে যেতে না হয়, তাই বাসার পাশের স্কুলে পড়াতে পরামর্শ দেন তিনি।
শিশুদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসাবে গড়ে তুলতে বিশেষ স্কুলগুলোয় শিশুদের বিশেষ যত্ন নেয়া হয় Source: Getty Images/SDI Productions
ভর্তির জন্য অতিরিক্ত টিউশন বা কোচিং কতটা জরুরি?
ডিপার্টমেন্ট অফ এডুকেশন সিলেক্টিভ স্কুলে ভর্তির জন্য ব্যয়বহুল ও দীর্ঘ প্রস্তুতি সমর্থন করে না জানিয়েছেন বেন নর্থ। তাঁর কথায়,
“ডিপার্টমেন্ট সাধারণত শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক কোর্স বা টিউটরিং করাকে সমর্থন করে না বা অনুমোদন দেয় না। এই উদ্দেশ্য সাধনে ডিপার্টমেন্টের নির্বাচিত বিশেষ স্কুলের ওয়েবসাইটে নমুনা প্রশ্ন বা টেস্ট পরীক্ষা দেওয়া আছে।”
নির্বাচিত স্কুলগুলি নিম্ন আয়ের পরিবার থেকে আসা শিক্ষার্থীদের জন্য উপযোগী নয় বলে মনে করেন ক্রিস্টিন হো।
ভর্তির জন্য প্রস্তুতিমূলক কোর্স বা টিউটরিং এর পেছনে খরচ করতে না পারলে সিলেক্টিভ স্কুলে স্থান পাওয়া কঠিন।
ভিক্টোরিয়ার সিলেক্টিভ স্কুল ভর্তি পরীক্ষার ছয় মাস আগে থেকে প্রাইভেট টিউটরের কাছে প্রস্তুতির পাঠ নিয়েছিলেন আদি যোশী। উইক এন্ডে বা সপ্তাহান্তে প্রায় আট ঘণ্টা করে সময় দিতেন তিনি।
“আমি যদি টিউটরিং ক্লাস না করতাম, তাহলে টেস্টে কি প্রশ্ন আসতো তার ধারণা পেতাম না।” বলে সে জানায়। সিলেক্টিভ বিশেষ স্কুল নিয়ে আরও জানতে এবং নমুনা পরীক্ষা দেখতে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শিক্ষা বিভাগের ওয়েবসাইট ভিজিট করুন।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।