অস্ট্রেলিয়ায় স্কুলগুলোতে শিক্ষার্থীদের বুলিং বা মানসিক নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নিতে একটি পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীরা ছবি এঁকে স্কুলগুলোতে একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছে।
গত ২১ জুন শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা সিডনির গভর্নমেন্ট হাউজে মিলিত হয়। সেখানে তারা অ্যান্টি-বুলিং বা নিপীড়নবিরোধী বার্ষিক পোস্টার ডিজাইন কম্পিটিশনে অংশ নেয়।
এতে প্রায় চার হাজার প্রতিযোগীর মধ্যে ৪১ জন শিক্ষার্থী চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।
এই প্রতিযোগিতার ষষ্ঠ বছরে এসে তারা গুরুত্ব দিচ্ছে উদারতা এবং সকলের অন্তর্ভুক্তির ওপর।
এ বছর প্রথম পুরস্কার পেয়েছে নিউ সাউথ ওয়েলস নর্থ কোস্টের লেনক্স হেড পাবলিক স্কুলের ১১ বছর বয়সী শিক্ষার্থী ইসাবেলা সিনানোভস্কি।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।