“বাংলাদেশে দলীয় অনুশীলনে আমি যে সিরিয়াসনেস পাই, এখানে তার চেয়ে কম পাইনি”

Cover Zahid Repon from Bangladesh

মেলবোর্নে 'অচলায়তন' নাটকের অনুশীলনে নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশী নাট্যব্যক্তিত্ব জাহিদ রিপন। Credit: Supplied by: Kamruzzaman Balark

বাংলাদেশের সুপরিচিত নাট্যসংগঠন ‘স্বপ্নদল’ এর প্রতিষ্ঠাতা জাহিদ রিপন সম্প্রতি অস্ট্রেলিয়ায় এসেছেন। মেলবোর্নের সংগঠন ‘রেনেসাঁ ড্রামা সোসাইটি’র আমন্ত্রণে তাদের সাম্প্রতিকতম নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’ নির্দেশনা দিতে এখানে এসেছেন তিনি।


জাহিদ রিপনের উল্লেখযোগ্য প্রযোজনার মধ্যে রয়েছে ত্রিংশ শতাব্দী, কাব্যনাট্য চিত্রাঙ্গদা, পদ্মগোখরো, ডাকঘর, মাইমোড্রামা জাদুর প্রদীপ, মনোড্রামা হেলেন কেলার, মৈমনসিংহ গীতিকা অবলম্বনে কাজলরেখা, দেওয়ান গাজীর কিসসা প্রভৃতি।
Zahid Repon 02.jpg
এসবিএস বাংলার সাথে টেলিফোন সাক্ষাৎকারে জাহিদ রিপন। Credit: Supplied by: Kamruzzaman Balark
এসবিএস বাংলার সাথে তিনি কথা বলেছেন ‘অচলায়তন’ নির্দেশনায় তাঁর অভিজ্ঞতা নিয়ে।

তিনি বলেন, “বাংলাদেশে দলীয় অনুশীলনে আমি যে সিরিয়াসনেস পাই, এখানে তার চেয়ে কম পাইনি। বরং কোনো কোনো ক্ষেত্রে বেশিও পেয়েছি।“

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 
আমাদেরকে অনুসরণ করুন 

Share