তবে বাস্তবতা হলো, বিভিন্ন ভাষা, সংস্কৃতি, জীবনধারা এবং জ্ঞাতি বা রক্তের সম্পর্কের দিক থেকে অস্ট্রেলিয়ায় বসবাসরত ইনডিজেনাস বা স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীগুলোর মাঝেও রয়েছে বহুবর্ণিল বৈচিত্র্য।
এই বৈচিত্র্য অনুধাবন করার গুরুত্ব অপরিসীম। বিশেষত, অ্যাবোরিজিনাল ও টরে স্ট্রেইট আইল্যান্ডার জনগোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক প্রতিষ্ঠা, বিকাশ এবং সর্বোপরি অর্থবহ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এর প্রয়োজন রয়েছে।
অস্ট্রেলিয়ায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীগুলো তাদের ল্যান্ড বা কান্ট্রির সঙ্গে একটি গভীর সম্পর্ক ও সংযোগ বজায় রেখে জীবনযাপন করে থাকে।
তাদের আত্ম-পরিচয় এবং এই দেশটিকে নিজের দেশ হিসেবে অনুভব করার ক্ষেত্রে এ বিষয়টি মূল চালিকা-শক্তি হিসেবে কাজ করে।
ভূমির সাথে তাদের এই যোগসূত্রতার স্বরূপ বুঝতে হলে ফার্স্ট নেশন্স জনগোষ্ঠীগুলোর মাঝে বিদ্যমান বৈচিত্র্যের বিষয়টিকে অবশ্যই স্বীকার করে নিতে হবে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কিম্বার্লি রিজিওনের বার্ডি কান্ট্রির একজন অ্যাবোরিজিনাল এল্ডার হলেন আন্টি মুনিয়া অ্যান্ড্রুজ।
Carla Rogers (left) and Aunty Munya Andrews (right), Evolve Communities Credit: Evolve Communities
কার্লা রজার্স একজন আদিবাসী সংগঠক যিনি আন্টি মুনিয়ার সাথে এই ক্ষেত্র নিয়ে কাজ করেন।
তিনি বলেন, বৈচিত্র্যের এই বিষয়টি সম্পর্কে অবহিত থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত, অস্ট্রেলিয়ার সার্বিক ইতিহাস অনুধাবন করার ক্ষেত্রে এবং স্থানীয় আদিবাসীদের সঙ্গে অন্যান্য অধিবাসীদের মধ্যে আজো কেন দূরত্ব রয়েছে, সেটি বোঝার ক্ষেত্রেও।
The Indigenous peoples of Australia are not one homogenous group. - Belinda Howell/Getty Source: Moment RF / Belinda Howell/Getty Images
বহুসংস্কৃতির প্রশ্নে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মানুষদের ‘বিশেষজ্ঞ’ বলে দাবি করেন আন্টি মুনিয়া।
ড. মারিকো স্মিথ জাপানি বংশোদ্ভূত একজন ইউইন নারী, পেশায় যিনি একজন যাদুঘর কিউরেটর, সমাজবিজ্ঞানী এবং ইতিহাসবিদ।
তিনি বলেন যে ফার্স্ট নেশনস্ সম্প্রদায়ের মধ্যকার অন্তর্নিহিত বৈচিত্র্য সম্পর্কে ব্যাপক সচেতনতার অভাবের কারণে বড় হওয়ার সময় তিনি অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন।
তিনি বলেন যে, আজও অনেক অস্ট্রেলীয়রাই আদিবাসীদের সম্পর্কে একটা গতানুগতিক ভাবমূর্তি এবং ধারণা পোষণ করে।
Dr Mariko Smith Credit: Anna Kucera Credit: Anna Kucera/Anna Kucera
কার্লা রজার্স বলেন, যখন নন-ইন্ডিজেনাস মানুষেরা এই বৈচিত্র্য বুঝতে পারে না, তখনই তাদের ভুল করার সম্ভাবনা বেড়ে যায়।
সুতরাং, ইউরোপ মহাদেশের মধ্য দিয়ে ভ্রমণ করার সময় যেমনটা করা হয়, তেমনি করে অস্ট্রেলিয়ার মানচিত্র খুঁজে বের করুন আপনি কোন কান্ট্রিতে রয়েছেন, এবং এখানকার সংস্কৃতি কী রকম।
আন্টি মুনিয়া বলেন,
স্থানীয় আদিবাসী ভূমি কাউন্সিল এবং আপনার স্থানীয় কাউন্সিল উভয়ই আপনাকে এ ব্যাপারে আরও তথ্য সরবরাহ করতে পারে।
আন্টি মুনিয়া আরও বলেন, এই পুরো প্রক্রিয়াটিই স্ব-শিক্ষামূলক একটি প্রক্রিয়া।
Thirteen Aboriginal and Torres Strait Islander people from across Australia are taking part in the inaugural Mob in Fashion initiative. Credit: Thirteen Aboriginal and Torres Strait Islander people from across Australia are taking part in the inaugural Mob in Fashion initiative.
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS