মূল দিকগুলো
- শিল্প-সংস্কৃতির অন্যান্য মাধ্যমের তুলনায় পৃষ্ঠপোষকদের মনোযোগ কম পায় নৃত্যচর্চ্চা
- ‘নৃত্যভুবনের’ কর্ণধার সৈয়দা সায়েরা কমিউনিটিতে নৃত্যচর্চ্চাকে এগিয়ে নিতে ‘মাল্টিকালচারাল ড্যান্স নাইট’ অনুষ্ঠানের আয়োজন করেন
- অনুষ্ঠানে ভারত নাট্যম, কত্থক, বলিউড ড্যান্স, ব্রাজিলিয়ান সাম্বা এবং নিউজল্যান্ডের আদিবাসী নাচসহ বেশ কিছু নাচ পরিবেশিত হয়
গত ১৮ সেপ্টেম্বর, রবিবার, মেলবোর্নের নাচের স্কুল ‘নৃত্যভুবনের’ উদ্যোগে প্রথমবারের অনুষ্ঠিত মতো হয়ে গেল ‘মাল্টিকালচারাল ড্যান্স নাইট’।
আলটোনা সিটি থিয়েটারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নৃত্যভুবনের নিজস্ব শিল্পীরা ছাড়াও অংশগ্রহণ করে বেশ কজন স্থানীয় নৃত্যশিল্পী এবং সিডনির একটি নাচের দল।
শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনাগুলোর কোরিওগ্রাফীর দায়িত্বে ছিলেন মিজ সায়েরা।
মিজ সায়েরা জানান, অনুষ্ঠানে ভারত, নেপাল, ব্রাজিল, এবং নিউজিল্যান্ডের বেশ কজন নৃত্য শিল্পী এবং তাদের দল অংশ নেয়।
Local councilors Susan McIntyre and Jasmine Hill gave welcome speeches at the start of the 'Multicultural Dance Night' event. Credit: Nritto Bhubon Dance
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, অভিনয়শিল্পী এবং আন্তর্জাতিক মডেল সাদিয়া ইসলাম মৌ এবং তাঁর দল।
মিজ সায়েরা বলেন, নৃত্যশিল্পী মৌ-এর দুই প্রবাসী বন্ধু মিতু রেবেরিও এবং ফারহানা খান তান্নাও ছিলেন এই দলে।
আরো দেখুন
জয়পুরে শিল্পীদের সঙ্গে নাচলেন হাসিনা
"আপন শক্তিতে আলোকিত উদ্ভাসিত নারী শক্তি এবং মহিমা এমন থিমের উপরই ছিল মৌ এবং তাঁর দলের পরিবেশনা।"
অনুষ্ঠানের শেষ ভাগে অংশ নেয় স্থানীয় নৃত্য শিল্পীরা। এছাড়াও বাংলাদেশের আরেক প্রখ্যাত নৃত্য শিল্পী কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফীতে উঠে আসে বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস, বাংলা ভাষা, সংস্কৃতি এবং বাংলার রূপ বর্ণনা।
Famous dance artist of Bangladesh Kabirul Islam Ratan's choreography shows a brief history of Bangladesh, Bengali language, and culture. Credit: Nritto Bhubon Dance
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন এস এম ইয়াসির আরাফাত, রায়হানা শারমীন এবং মিরাজ নাঈম।
মাল্টিকালচারাল ড্যান্স নাইট অনুষ্ঠানটির মূল পৃষ্ঠপোষক ছিলো আলব্রাইট ইন্সটিটিউট।
প্রবাসে নৃত্যচর্চ্চার ধারা এগিয়ে নিতে এবং প্রাসঙ্গিক ভাবনা নিয়ে সৈয়দা সায়েরার পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: