ব্রিসবেন, মেলবোর্ন ও ডারউইনে অনুষ্ঠিত হলো তাহসানের মনোজ্ঞ সংগীতানুষ্ঠান

সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান ঘুরে গেলেন অস্ট্রেলিয়া। বাংলাদেশ এসোসিয়েশন অফ ব্রিসবেন (ব্যাব), মেলবোর্নের ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট এবং ডারউইনের চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠনগুলোর আমন্ত্রণে কয়েকটি ইভেন্ট ও সংগীতানুষ্ঠানে যোগ দেন তিনি।

বাংলাদেশ এসোসিয়েশন অফ ব্রিসবেন (ব্যাব) আয়োজিত বৈশাখী মেলা ১৪২৯-এর মূল আকর্ষণ ছিলেন তাহসান খান।

বাংলাদেশ এসোসিয়েশন অফ ব্রিসবেন (ব্যাব) আয়োজিত বৈশাখী মেলা ১৪২৯-এর মূল আকর্ষণ ছিলেন তাহসান খান। Source: Urmee Chowdhury

গত ২৮শে মে, শনিবার বাংলাদেশ এসোসিয়েশন অফ ব্রিসবেন (ব্যাব) আয়োজিত বৈশাখী মেলা ১৪২৯-এর মূল আকর্ষণ ছিলেন তাহসান খান। এখানে একটি কনসার্টে অংশ নেন তিনি।
ব্রিসবেনে আয়োজিত বৈশাখী মেলা ১৪২৯-এর দর্শনার্থীদের সাথে তাহসান খান।
ব্রিসবেনে আয়োজিত বৈশাখী মেলা ১৪২৯-এর দর্শনার্থীদের সাথে তাহসান খান। Source: Atm Selim
ব্রিসবেনের অনুষ্ঠান শেষে তাহসান মেলবোর্নে গত ৪ জুন, শনিবার যোগ দেন মেলবোর্নের ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্টের 'অলব্রাইট প্রেজেন্টস আ রোমান্টিক নাইট উইথ তাহসান খান’ শীর্ষক অনুষ্ঠানে।
মেলবোর্নের ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্টের 'অলব্রাইট প্রেজেন্টস আ রোমান্টিক নাইট উইথ তাহসান খান’ শীর্ষক অনুষ্ঠানে দর্শকদের সাথে শিল্পী।
মেলবোর্নের ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্টের 'অলব্রাইট প্রেজেন্টস আ রোমান্টিক নাইট উইথ তাহসান খান’ শীর্ষক অনুষ্ঠানে দর্শকদের সাথে শিল্পী। Source: ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট মেলবোর্ন
তাহসানের পাশাপাশি সংগীত পরিবেশন করেন হালের উঠতি গায়ক এমডি শুভ এবং নৃত্য পরিবেশন করন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রিয়াংকা জামান।
'অলব্রাইট প্রেজেন্টস আ রোমান্টিক নাইট উইথ তাহসান খান’ শীর্ষক অনুষ্ঠানে দর্শকদের সাথে শিল্পী
'অলব্রাইট প্রেজেন্টস আ রোমান্টিক নাইট উইথ তাহসান খান’ শীর্ষক অনুষ্ঠানে দর্শকদের সাথে শিল্পী Source: ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট মেলবোর্ন
আয়োজকদের পক্ষে ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়ার অন্যতম সংগঠক ফাইজুল ইসলাম বলেন, “কোভিড-১৯ লকডাউন ও বিধি মুক্ত উন্মুক্ত পরিবেশে মেলবোর্নের সংগীতানুরাগীদের দীর্ঘ দিনের জমে থাকা একটি পিপাসা আজ পরিপূর্ন ভাবে মিটল। তাহসান খানের বিপুল পরিমান ভক্ত মেলবোর্নে বসবাস করেন। দুর্দান্ত পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তোলেন তাহসান।"
মেলবোর্নের ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্টের আয়োজকদের কাছ থেকে সম্মাননা নিচ্ছেন শিল্পী তাহসান খান।
মেলবোর্নের ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্টের আয়োজকদের কাছ থেকে সম্মাননা নিচ্ছেন শিল্পী তাহসান খান। Source: ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট মেলবোর্ন
এরপর তিনি ৫ জুন, রোববার যোগ দেন ডারউইনের বাংলাদেশী মেলায় যেটি অনুষ্ঠিত হয় চার্লস ডারউইন ইউনিভার্সিটির ক্যাসুয়ারিনা ক্যাম্পাসে। এই মেলাটির যৌথ আয়োজনে ছিল চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের সংগঠন।
ডারউইনে দর্শকদের মাঝে তারকা তাহসান
ডারউইনে দর্শকদের মাঝে তারকা তাহসান Source: ইমরান আহমেদ সজিব
প্রাক্তন ছাত্র۔ছাত্রীদের সংগঠনের সভাপতি ইমরান আহমেদ সজিব এবং বর্তমান ছাত্র۔ছাত্রীদের সংগঠনের সভাপতি শায়ন সাহা এসবিএস বাংলাকে জানান, অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতোই মেলার প্রধান আকর্ষণ ছিল ছোটখাটো খাবার এবং পোশাকের দোকান।

"কিন্তু এবার ছিল একটু বেশি ভিন্ন আকর্ষণ। স্থানীয় সংগীতশিল্পী এবং নৃত্যশিল্পীদের সাথে সাথে এবার আমাদের বাংলাদেশের স্বনামধন্য সংগীতশিল্পী এবং অভিনেতা তাহসান খান, ডারউইনের বাংলাদেশীদের তার গানের মাধ্যমে মাতিয়ে রেখেছিলেন।"
ডারউইনে বাংলাদেশি কমিউনিটির মেলার আয়োজকদের একাংশ
ডারউইনে বাংলাদেশি কমিউনিটির মেলার আয়োজকদের একাংশ Source: ইমরান আহমেদ সজিব
"ডারউইনের স্থানীয় বাংলাদেশী কমিউনিটি পুরো অনুষ্ঠানটি দারুন উপভোগ করেছে।"

মি. সজীব আরো বলেন, এই মেলার প্রধান অতিথি ছিলেন চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্কট বোমান। তিনি পুরো অনুষ্ঠান উপভোগ করেন এবং আয়োজকদের প্রশংসা করেন।
ডারউইনের বাংলাদেশি উৎসব ২০২২-এ সঙ্গীত পরিবেশন করছেন শিল্পী তাহসান খান
ডারউইনের বাংলাদেশি উৎসব ২০২২-এ সঙ্গীত পরিবেশন করছেন শিল্পী তাহসান খান Source: ইমরান আহমেদ সজিব
এই অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়, নর্দান টেরিটরি স্টেট গভর্নমেন্ট, ইউর ডেন্টিস্ট ক্লিনিক, বেস্ট ডিল রিমুভালিস্ট, গ্রীন ট্রাক রিমুভালিস্ট, বাংলাদেশী ডাক্তার সংগঠন এবং স্থানীয় বাংলাদেশী কমিউনিটি।
ব্রিসবেনের মঞ্চে বর্ণিল আলোতে দর্শকদের সাথে শিল্পী তাহসান খান।
ব্রিসবেনের মঞ্চে বর্ণিল আলোতে দর্শকদের সাথে শিল্পী তাহসান খান। Source: Urmee Chowdhury
সম্প্রতি অস্ট্রেলিয়ার দীর্ঘ লকডাউনের পর প্রবাসী বাংলাদেশী সংগঠনগুলোর আমন্ত্রণে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা অস্ট্রেলিয়া সফরে আসতে শুরু করেছেন।


Follow SBS Bangla on .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:

Share
Published 10 June 2022 4:35pm
Updated 14 June 2022 7:24pm
By Shahan Alam

Share this with family and friends