Feature

সেরা সংবাদ প্রতিবেদনসহ তিন ক্যাটাগরিতে প্রিমিয়ার পদক জিতেছে এসবিএস

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডাব্লিউ) রাজ্যে প্রচারিত- প্রকাশিত বিভিন্ন ভাষার সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিতে আয়োজন করা হয় প্রিমিয়ার মাল্টিকালচারাল কমিউনিকেশনস এ্যাওয়ার্ডস।

PMCA

Source: Facebook

গত ৫ নভেম্বর, সোমবার, সিডনির অলিম্পিক পার্কে অনুষ্ঠিত হয়ে গেল এ বছরের পদক বিতরণী অনুষ্ঠান। যার আয়োজক এনএসডাব্লিউ রাজ্য সরকার।

এ বছর ১৩টি ক্যাটাগরিতে প্রতিদ্বন্ধিতা করেন কয়েক’শ প্রতিযোগী। তার মধ্যে ৫টি ক্যাটাগরির চূড়ান্ত পর্ ে (ফাইনালিস্ট) জায়গা করে নেয় এসবিএস-র ৮জন প্রতিযোগী। 

ক্যাটাগরিগুলো হচ্ছে, সেরা রেডিও/ অডিও রিপোর্ট, সেরা টিভি/ অডিও- ভিজ্যুয়াল রিপোর্ট, সেরা নিউজ রিপোর্ট, পাবলিক ইন্টারেস্ট পদক এবং সিবিএ বিজনেস ক্যাম্পেইন অফ দ্য ইয়ার।
SBS
পদক বিতরণী অনুষ্ঠানে এসবিএস পরিবার। Source: Facebook
সেরা নিউজ রিপোর্ট ক্যাটাগরিতে পদক জিতেন এসবিএস এ্যারাবিক টুয়েন্টি ফোর প্রোগ্রামের ইমান রিমান এবং মারাম ইসমাইল।  

পাবলিক ইন্টারেস্ট পদক জিতেন নাতালিয়া গোদয় এবং সুরায়া সিসেডু। তারা দু’জনই এসবিএস স্প্যানিশ রেডিওর হয়ে কাজ করেন।
SBS
Source: Multicultural NSW
Multicultural NSW
পদকজয়ী এসবিএস স্প্যানিশ দল। Source: Multicultural NSW
সিবিএ বিজনেস ক্যাম্পেইন অফ দ্য ইয়ার পদক জিতেন হাভাস মেলবোর্ন এবং এসবিএস (পিপল এন্ড কালচার)।
SBS
Source: Multicultural NSW
অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান মাল্টিকালচারালিজম মন্ত্রী রে উইলিয়ামস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রিমিয়ার গ্লেডিস বেরেজিকলিয়ান এমপি।

শুরুতেই ‘আজীবন সম্মাননা’ (লাইফটাইম এ্যাচিভমেন্ট) পদক দেয়া হয় এডওয়ার্ড গুনজালেস- ক্রিস্টোবালকে। এনএসডাব্লিউ রাজ্যে বসবাসকারী স্প্যানিশ কমিউনিটির জন্য প্রথম সংবাদপত্র এবং ২৪ ঘন্টার রেডিও চালুর প্রতিষ্ঠাতা তিনি। 

পদক বিতরণের পাশাপাশি আগত অতিথিদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে শব্দ আর নৃত্যে অনবদ্য পরিবেশনা করেন ফ্ল্যামেনকু নৃত্যদল এবং জাপানী তাইকো ড্রামার্স।

গত বছর পর্যন্ত এ পদক বিতরণী অনুষ্ঠানের পরিচিতি ছিল ‘এনএসডাব্লিউ প্রিমিয়ার’স মাল্টিকালচারাল মিডিয়া এ্যাওয়ার্ডস’ নামে।

Share
Published 7 November 2018 2:44pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla

Share this with family and friends