মেলবোর্নে পুনঃব্যবহারযোগ্য মাস্ক বানিয়ে বিতরণ করছেন সোহেলী সানজিদা
Shoheli Sunjida is seen sewing masks. Source: Shoheli Sunjida
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ভিক্টোরিয়ায় চতুর্থ পর্যায়ের নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছে। নানান নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে মাস্ক ছাড়া বাড়ির বাহিরে যাওয়া যাবে না। ভিক্টোরিয়ায় কমিউনিটির পাশে দাঁড়িয়েছেন অনেকে মানবিক সাহায্য নিয়ে। মেলবোর্নে নানা রকম সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন সোহেলী সানজিদা। সেখানকার অনগ্রসর ব্যক্তিদের জন্য মাস্ক তৈরি করে বিতরণ করছেন তিনি। এসবিএস বাংলার সঙ্গে তার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Share