ফার্মাসিস্ট নাইম মিরাজ মেলবোর্নে লকডাউনকে ইতিবাচক হিসেবেই দেখছেন। Source: Naim Miraz
মেলবোর্নে লকডাউনকে ইতিবাচক হিসেবেই দেখছেন নাইম মিরাজ
Questions are being asked of Melbourne stage 4 lockdown. Source: AAP
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির এই সময়ে অস্ট্রেলিয়ায় প্রাথমিক পর্যায়ে এই বিপর্যয় ঠেকাতে পারলেও দ্বিতীয় ওয়েভের বিপর্যয় ঠেকাতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে ভিক্টোরিয়া রাজ্যে রাত্রিকালীন কারফিউ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বাংলা ভাষী কমিউনিটি কেমন আছেন? কীভাবে এই পরিস্থিতি তারা মোকাবেলা করছেন? এসবিএস বাংলার সঙ্গে এসব নিয়ে কথা বলেছেন ফার্মাসিস্ট নাইম মিরাজ। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Share