ভিক্টোরিয়া ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির শিক্ষক ডক্টর নিলুফা খানম বলেন, মেলবোর্নে লকডাউনে আমরা খুব ভাল আছি, সেটা বলব না। Source: Dr Nilufa Khanom
মেলবোর্নে লকডাউনে আমরা খুব ভাল আছি, সেটা বলব না: ড. নিলুফা খানম
Source: AAP
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির এই সময়ে অস্ট্রেলিয়ায় প্রাথমিক পর্যায়ে এই বিপর্যয় ঠেকাতে পারলেও দ্বিতীয় ওয়েভের বিপর্যয় ঠেকাতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে ভিক্টোরিয়া রাজ্যে নতুন করে এই ভাইরাসের প্রাদুর্ভাব কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রাজ্য সরকার নানা বিধিনিষেধ আরোপ করেছে। এই প্রথম এই রাজ্যে রাত্রিকালীন কারফিউ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বাংলা ভাষী কমিউনিটি কেমন আছেন? কীভাবে এই পরিস্থিতি তারা মোকাবেলা করছেন? এসবিএস বাংলার সঙ্গে এসব নিয়ে কথা বলেছেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির শিক্ষক ডক্টর নিলুফা খানম। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Share