ওয়েস্টার্ন সিডনির একটি প্রাইমারি স্কুলের এক শিক্ষার্থীর কোভিড-১৯ সনাক্ত হওয়ায় স্কুলটি বন্ধ করা হয়েছে। এদিকে, নিউ সাউথ ওয়েলসে আরও ১৪ ব্যক্তির কোভিড-১৯ সনাক্ত করা হয়েছে।
বনিরিগ হাইটস পাবলিক স্কুলের সকল শিক্ষার্থী সোমবার থেকে হোম লার্নিং করছে। নিউ সাউথ ওয়েলস হেলথ এই স্কুলটির শিক্ষার্থীদের ঘনিষ্ঠ কন্টাক্টগুলোর খোঁজ করছে এবং স্কুলটি পরিষ্কার করছে।
ইতোমধ্যে স্কুলটির সকল শিক্ষার্থী এবং কর্মীদেরকে সেল্ফ-আইসোলেট করতে বলা হয়েছে।
গত সপ্তাহে বনিরিগ হাই স্কুলের কাছে এক শিক্ষার্থীর করোনাভাইরাস টেস্ট পজিটিভ হয়। এর পর স্কুলটি বন্ধ করা হয় এবং ৫ আগস্ট তা পুনরায় খুলে দেওয়া হয়।
এদিকে, রবিবার রাত ৮টা পর্যন্ত খবরে দেখা যায়, এর আগের ২৪ ঘণ্টায় নিউ সাউথ ওয়েলসে প্রায় ২০,০০০ টেস্ট করা হয় এবং আরও ১৪ ব্যক্তি এতে পজিটিভ সনাক্ত হয়।
নতুন একজন সংক্রমিত ব্যক্তি হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন এবং আরেক ব্যক্তির সংক্রমণের কারণ এখনও জানা যায় নি।
নিউ সাউথ ওয়েলসের চিফ হেলথ অফিসার ড. কেরি চ্যান্ট সোমবার রাজ্যটির বাসিন্দাদের প্রতি আহ্বান জানান, বড় বড় জনসমাগম পরিহার করতে, সামাজিক মেলামেশা এবং অধিক চলাফেরা না করতে।
ড. চ্যান্ট আরও নিশ্চিত করেন যে, চেরিব্রুকে মেয়েদের টাঙ্গারা স্কুলে পাঁচটি নতুন সংক্রমণের ঘটনা সনাক্ত করা হয়েছে। স্কুলটির সেকেন্ডারি ক্যাম্পাস ২১ আগস্ট পর্যন্ত বন্ধ করা হয়েছে। এই পাঁচ জনের মধ্যে একজন আগের একটি সংক্রমণের কেসের কন্টাক্ট।
পেনান্ট হিলস-এর সেইন্ট আগাথা’স ক্যাথোলিক চার্চেও ডিপ ক্লিনিং করা হচ্ছে। সেখানে আগস্টের ৫ তারিখে একজন প্যারিশনার কোভিড-১৯ টেস্টে পজিটিভ হন। আর, চেরিব্রুকের ফার্মাসেভ ফার্মেসিতে একজন কোভিড-১৯ আক্রান্ত কর্মী ৬ আগস্টে কাজ করলে ৬ জন কর্মী সংক্রমিত হন।
সেখানকার কর্মীরা তাদের শিফটের সময়ে মাস্ক পরিধান করেন। রবিবার সনাক্ত হওয়া ১০টি নতুন কোভিড-১৯ কেসের মধ্যে একজন হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন এবং দু’জনের সংক্রমণের কারণ খুঁজে দেখা হচ্ছে।
হর্নসবি হসপিটালের একজন স্বাস্থ্য-কর্মীর কন্টাক্টদেরকে ১৪ দিনের জন্য সেল্ফ-আইসোলেশনে যেতে পরামর্শ দিয়েছে নিউ সাউথ ওয়েলস হেলথ। সেই কর্মী সংক্রমিত হওয়ার পর গত ৬ আগস্টে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে সকাল ১১টা থেকে মাঝ রাত পর্যন্ত কাজ করেছেন।
রোগীদের সংস্পর্শে আসার সময়ে সেই কর্মী সর্বদাই ফেস মাস্ক পরিধান করেছিলেন। আর, সেই সময়টিতে তার মাঝে কোনো উপসর্গও দেখা যায় নি। তবে, শিফটের পর তিনি অসুস্থ হন।
Source: SBS
মেট্রোপলিটন মেলবোর্নের বাসিন্দাদেরকে চতুর্থ পর্যায়ের নিষেধাজ্ঞাগুলো অনুসরণ করতে হবে। তাদেরকে অবশ্যই রাত ৮:০০ পিএম থেকে ভোর ৫:০০ এএম পর্যন্ত কার্ফিউ মেনে চলতে হবে। নিষেধাজ্ঞাগুলোর সম্পূর্ণ তালিকা পাওয়া যাবে এখানে:
আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।
Source: SBS
আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।
৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: .বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:
Source: SBS