চলচ্চিত্রের মাধ্যমে ‘আমাদের নিজেদের গল্প’ বলতে চান শাওন খান

Geometry the movie Film Poster.jpg

শাওন খানের নির্মিত চলচ্চিত্র 'জিওমেট্রি, দ্য মুভি'-র পোস্টার। Source: Supplied / Shawon Khan

২০২০ সালে মাত্র সাড়ে পাঁচদিনের শুটিং-এ নির্মাণ করেছিলেন ‘জিওমেট্রি, দ্য মুভি’ চলচ্চিত্র, যেটি এখন সম্প্রচারিত হচ্ছে অ্যামাজন প্রাইমে। আর এর আগে দেখানো হয়েছিল জি৫ প্ল্যাটফর্মে। অস্ট্রেলিয়ায় বসে উপমহাদেশের মানুষদের গল্প নিয়ে কাজ করার অভিজ্ঞতার কথা এসবিএস বাংলার কাছে তুলে ধরেছেন চলচ্চিত্র-নির্মাতা শাওন খান।


চলচ্চিত্র নির্মাণের পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও, ইচ্ছেটা সবসময়ই ছিল অস্ট্রেলিয়ার পাবলিক সার্ভিসে কর্মরত শাওন খান-এর।

নিজের অনুপ্রেরণা হিসেবে এসবিএস বাংলাকে জানালেন আরেকজন প্রসিদ্ধ নির্মাতা মিরা নায়ারের এক উক্তির কথা, যেখানে তিনি বলেছিলেন, “আমরা যদি আমাদের গল্পগুলো না বলি, তাহলে অন্য কেউ বলবে না। “
Shawon Khan
চলচ্চিত্র-নির্মাতা শাওন খান। Source: Supplied / Shawon Khan
সেই ‘নিজেদের গল্প’ বলার চেষ্টা হিসেবেই শাওন খান ২০২০ সালে নির্মাণ করলেন ‘জিওমেট্রি: দ্য মুভি’ চলচ্চিত্রটি। ২০২১ সালে এই চলচ্চিত্রটি ‘জি৫ গ্লোবাল কন্টেস্ট ফেস্টিভ্যাল’-এ মনোনয়ন পেয়েছিল, অস্ট্রেলিয়া থেকে একমাত্র চলচ্চিত্র হিসেবে।

চলচ্চিত্রটি এখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অ্যামাজন প্রাইমের মাধ্যমে দেখা যাচ্ছে।

নতুন নির্মাতাদের জন্যে শাওন খান-এর পরামর্শ, শুরুতেই অর্থ বা সুনামের পিছে না ছুটে ভালো কন্টেন্ট নির্মাণের চেষ্টা করে যেতে হবে।
Current project by Shawon Khan
নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে এখন কাজ করছেন তিনি। Source: Supplied / Shawon Khan
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার লিংকে ক্লিক করুন।

রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে এসবিএস । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share