চলচ্চিত্র নির্মাণের পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও, ইচ্ছেটা সবসময়ই ছিল অস্ট্রেলিয়ার পাবলিক সার্ভিসে কর্মরত শাওন খান-এর।
নিজের অনুপ্রেরণা হিসেবে এসবিএস বাংলাকে জানালেন আরেকজন প্রসিদ্ধ নির্মাতা মিরা নায়ারের এক উক্তির কথা, যেখানে তিনি বলেছিলেন, “আমরা যদি আমাদের গল্পগুলো না বলি, তাহলে অন্য কেউ বলবে না। “
চলচ্চিত্র-নির্মাতা শাওন খান। Source: Supplied / Shawon Khan
চলচ্চিত্রটি এখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অ্যামাজন প্রাইমের মাধ্যমে দেখা যাচ্ছে।
নতুন নির্মাতাদের জন্যে শাওন খান-এর পরামর্শ, শুরুতেই অর্থ বা সুনামের পিছে না ছুটে ভালো কন্টেন্ট নির্মাণের চেষ্টা করে যেতে হবে।
নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে এখন কাজ করছেন তিনি। Source: Supplied / Shawon Khan
রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে এসবিএস । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।