কামার আহমদ সাইমন বলেন যে তাঁর একেকটি ছবির কাজ শেষ করতে দীর্ঘ সময় লেগে যায়, কারণ পুরো নির্মাণ প্রক্রিয়ার সাথে তিনি বেড়ে ওঠেন।
সাম্প্রতিক সময়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের সিনেমার উপস্থিতি এখন বাড়ছে, সিনেমাগুলো সুপরিচিত বা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালগুলোতে যাচ্ছে, তবে এক্ষেত্রে এগিয়ে আছেন তুলনামূলকভাবে নবীন নির্মাতারা - কনটেন্ট এবং প্রযুক্তি দুই ক্ষেত্রেই তারা এগিয়ে, জানতে চেয়েছিলাম এটি বাংলাদেশের সিনেমার উত্তরণ কিনা?
মি. কামার বলেন, 'সিনেমার উত্তরণ অনেক বড় প্রমিজ, এখানে সিনেমার চাইতে সিনেমার বাইরের অনেক অনুষঙ্গ জড়িত...সিনেমার উত্তরণ বললে পুরো ইন্ডাস্ট্রির বিষয়টিকে মাথায় রেখে কথা বলতে হবে, একটা ইন্ডাস্ট্রি কিন্তু বিচ্ছিন্নভাবে কয়েকজন তরুণের হাত ধরে গড়ে উঠে না, একটা নিউ ওয়েভ তৈরী হতে পারে মাত্র।''আমরা এখন এমনভাবে গ্লোবালাইজড যে, ঢাকায় বসে আপনি যে কোন কনটেন্ট বা ফিল্ম পেতে পারেন...ব্যাপারটা এখন অনেকটা নিউ ফর্ম অফ কলোনাইজেশন হিসেবে স্টাবলিশড, মানুষের মনোজগৎ এখন অনেক বেশি কলোনাইজড - তাই সেই জায়গা থেকে চিন্তা করলে যে উত্তরণের কথা আপনি বলছেন তা বিবেচনা করতে গেলে সিনেমার সাথে আরো পঞ্চাশটা অনুষঙ্গ জড়িত।'
Apart from Bangladesh, Kamar's first film of water trilogy 'Are you listening?' (শুনতে কী পাও?) was acclaimed at international film festivals. Source: Kamar Ahmad Simon/Facebook
তিনি বলেন, সিনেমার কোন ট্রেন্ড বা দর্শক তৈরী করতে পত্র-পত্রিকার বিনোদন বা সংস্কৃতি পাতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে , কিন্তু আমাদের গণমাধ্যমের বিনোদন পাতার ষাট থেকে সত্তর ভাগ বিদেশী কনটেন্ট দিয়ে ভর্তি, বিষয়টি এমন না যে আমাদের কোন কনটেন্ট নেই - কিন্তু আমরা এতটাই গ্লোবালাইজড যে এখন ওই পত্রিকাগুলো যদি বিদেশী কনটেন্ট না দেয় তবে তারা ফলোয়ার হারাবে।ইন্টারনেট ভিত্তিক *ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মগুলোই কী সিনেমার ভবিষ্যৎ?
Kamar's film Neel Mukut (The blue crown-নীল মুকুট) features the policewomen of Bangladesh working in UN missions. Source: Kamar Ahmad Simon/Facebook
- এমন প্রশ্নের জবাবে কামার বলেন, 'এটা বলা মুশকিল। তবে আমি কখনোই চাইবো না আমার 'অন্যদিন' সিনেমাটি মানুষ ওটিটিতে দেখুক...দর্শকদের সিনেমাটিক এক্সপেরিয়েন্স দিতে এটি এমনভাবে শুট করা হয়েছে, সাউন্ড ডিজাইন করা হয়েছে, কালেকটিভ ভিউইয়িঙের জন্য যেসব এডিটিং টেকনিক এবং টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেটা ওটিটির জন্য একদমই এপ্লিকেবল না। তাই সিনেমার টাইপের ওপর এটা অনেকটা নির্ভর করবে।'
'তবে ওটিটি এখন সাংঘাতিকভাবে সিনেমার সংজ্ঞাকে নতুন করে প্রকাশ করছে, এখানে সিনেমা শব্দটি ব্যবহার হয় না, বলা হয় কনটেন্ট," বলেন তিনি।*ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম হচ্ছে ইন্টারনেট ভিত্তিক বা অনলাইন ফিল্ম এবং টিভি সিরিজ স্ট্রিমিং সার্ভিস, যেমন নেটফ্লিক্স, এমাজন প্রাইম, চরকি ইত্যাদি।
Kamar Ahmad Simon (L) is seen with late filmmaker Tareque Masud (R) who is regarded as one of the celebrated filmmaker in Bangladesh Film industry. Source: Kamar Ahmad Simon/Facebook
কামার আহমাদ সাইমনের আলাপচারিতার দ্বিতীয় পর্বটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:
আরও দেখুন: